• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার আকুতি জানালেন মাহি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০২১, ০৫:১৮ পিএম
প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার আকুতি জানালেন মাহি

সদ্য পদত্যাগ করা তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান ও চিত্রনায়িকা মাহিয়া মাহির একটি ফোনালাপ ফাঁস হয়েছে। যেখানে মাহিকে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা দ্বারা তুলে এনে ধর্ষণের হুমকি দেন মুরাদ হাসান। এরপর বিষয়টি নিয়ে নেট দুনিয়ায় সমালোচনা শুরু হলে ওমরাহ পালনরত মাহি এক ফেসবুক বার্তায় নিজেকে নির্দোষ দাবি করেন।

আজ মঙ্গলবার এক ফেসবুক পোস্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখার করার তীব্র ইচ্ছার কথা জানান। তাকে তিনি কিছু বিষয়ে কথা বলতে চান।

মাহি স্ট্যাটাসে লিখেছেন, “ওমরাহ থেকে থেকে ফিরেই আমার প্রথম এবং একমাত্র চাওয়া আমাদের সবার অভিভাবক, আমাদের মমতাময়ী মা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ৩০ সেকেন্ডের জন্য হলেও দেখা করতে চাই। অনেক কিছু বলার আছে। এই মনোবাসনা নিয়েই আমি মক্কা ত্যাগ করব। আমার বিশ্বাস এই চাওয়া ব্যর্থ হবে না।”

এদিকে অডিও ফাঁস হওয়ার তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর পদ থেকে ডা. মুরাদ হাসানকে পদত্যাগের নির্দেশ দেন শেখ হাসিনা। তার নির্দেশে তিনি মন্ত্রী পরিষদ থেকে ইস্তফা দেন। এছাড়া ফাঁস হওয়া ফোনালাপের সূত্রধর চিত্রনায়ক ইমনকে জিজ্ঞাসাবাদ করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি)। জানা গেছে, মাহি দেশে ফিরলে প্রয়োজনে তাকেও জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হবে।

Link copied!