• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

নতুন লুকে আরেফিন শুভ!


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২২, ০৩:০৬ পিএম
নতুন লুকে আরেফিন শুভ!

খোঁচা খোঁচা দাড়ি, ছোট ছোট চুল আর মুখে অসংখ্য কাটাছেঁড়ার দাগ। বিধ্বস্ত আরিফিন শুভ এক নারীর ছবি হাতে পাগলের মতো বসে আছেন। আরেফিন শুভর এমন লুক দেখে বিস্মিত সবাই।

নতুন ছবি ‘নূর’ সিনেমার পোস্টারে ফেসবুকে গত বৃহস্পতিবার অচেনা লুকেই হাজির হয়েছিলেন শুভ। আরেফিন শুভ ২০২১ সালের আগস্ট থেকে এ বছরের জানুয়ারি পর্যন্ত জনসম্মুখে আসেননি। সবাই বিষয়টিকে স্বাভাবিকভাবে নিলেও এর আড়ালে লুকিয়ে ছিল রহস্য। সেই রহস্যের পর্দা অবশেষে উন্মোচিত নূর ছবির পোষ্টারের মাধ্যমে।

‘নূর’ সিনেমাটি পরিচালনা করেছেন রায়হান রাফি। শাপলা মিডিয়ার প্রযোজনায় মূল চরিত্রে অভিনয়ের পাশাপাশি শুভ আছেন নির্বাহী প্রযোজক হিসেবেও। এতে শুভর বিপরীতে দেখা যাবে জান্নাতুল ফেরদৌস ঐশীকে।

‘নূর’ সিনেমার কাজ গত আগস্ট মাসে শুরু করেছিলেন শুভ। ছবির চরিত্রের প্রয়োজনে চুল একেবারে ছেঁটে ফেলা হয়েছিল। ফেসবুকে ‘নূর’ ছবির পোস্টার শেয়ার করে শুভ লিখেন, ‘এই যে তুমি পাশেই আছো কিন্তু আমার কাছে নাই, আমার মতো এমন জীবন কেউ কখনও বাঁচে নাই!’

নিজের চরিত্রের প্রসঙ্গে শুভ গণমাধ্যমকে বলেন, ‘সিনেমাটি প্রেমের গল্প। আমি যে নূর চরিত্রে অভিনয় করছি এমন চরিত্রে দর্শকেরা আমাকে আগে কখনও দেখিনি।’

Link copied!