কোভিড পজিটিভ হয়ে আইসোলেশনে চলে গেলেন দুই বাংলার জনপ্রিয় পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। শনিবার টুইটারে মজা করে আঁতকে ওঠার মত নিজের একটি ছবি শেয়ার করেন তিনি। যেখানে ক্যাপশন দিয়েছেন, ‘চলে গেলেন সৃজিত মুখোপাধ্যায়।’ ছবির একদম নিচের অংশে ‘আইসোলেশন’ শব্দটি লেখা ছিল।
সৃজিত জানালেন, ‘কোভিডে আক্রান্ত আমি। নিজেকে সকলের থেকে আলাদা রেখেছি। গত ৭২ ঘণ্টার মধ্যে যাঁরা আমার সংস্পর্শে এসেছেন, দয়া করে নিজেদের কোভিড পরীক্ষা করিয়ে নেবেন।’
সৃজিতের স্ত্রী বাংলাদেশের অভিনেত্রী রফিয়াত রাশিদ মিথিলা এবং মেয়ে আয়রা খানও এই মুহূর্তে কলকাতায় অবস্থান করছেন। একই বাড়িতে থাকলেও সৃজিত নিজেকে আলাদা ঘরে বন্দি করে রেখেছেন।