• ঢাকা
  • মঙ্গলবার, ০৫ আগস্ট, ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২, ১০ সফর ১৪৪৬

গণমাধ্যমের মুখোমুখি হচ্ছেন পরীমনি


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০২১, ০৫:৪০ পিএম
গণমাধ্যমের মুখোমুখি হচ্ছেন পরীমনি

মাদক মামলায় জামিনে থাকা চিত্রনায়িকা পরীমনি অবশেষে গণমাধ্যমের মুখোমুখি হচ্ছেন। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় এফডিসির জহির রায়হান কালার ল্যাবে এক সংবাদ সম্মেলনে অংশ নেবেন তিনি। তবে এ সময় তিনি কারাবাস নিয়ে কোনো কথা বলবেন না। নির্মিতব্য ‘প্রীতিলতা’ সিনেমা নিয়ে কথা বলবেন এই নায়িকা।

ছবির পরিচালক রাশীদ পলাশ বলেন, “ব্রিটিশবিরোধী আন্দোলনের প্রথম নারী শহীদ প্রীতিলতা ওয়াদ্দেদারের বায়োপিক ‘প্রীতিলতা’। এই ছবি নিয়েই সংবাদ সম্মেলন করতে যাচ্ছি। যেহেতু এতে নাম ভূমিকায় অভিনয় করছেন পরীমনি। তিনি ছবির মধ্যমণি। তাই তিনি উপস্থিত থাকবেন।”

‘প্রীতিলতা’ সিনেমার শুটিং শুরু হয় গত বছরের শেষের দিকে। নানা কারণে এখনো চিত্রায়ণ শেষ হয়নি। আগামী অক্টোবরে চট্টগ্রামে বাকি অংশের দৃশ্যধারণ হবে বলে জানা গেছে।

জামিন পাওয়ার পর পরীমনি কাজে ফিরেছেন। কিছুদিন আগেই অংশ নিয়েছেন ‘মুখোশ’ নামের একটি সিনেমার ডাবিংয়ে। এছাড়া ‘গুনিন’ নামের নতুন আরেকটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। যেটি নির্মাণ করছেন গিয়াসউদ্দিন সেলিম।

Link copied!