• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

এফডিসিতে নারী নেতৃত্ব আসছে: নিপুণ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২২, ০৮:০৫ পিএম
এফডিসিতে নারী নেতৃত্ব আসছে: নিপুণ

চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৩ মেয়াদের নির্বাচন আগামী ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচন উপলক্ষে জমে উঠেছে এফডিসি প্রাঙ্গণ। চলচ্চিত্র তারকাদের হাট বসেছে নির্বাচনকে ঘিরে।

চলচ্চিত্র শিল্পী সমিতির কাঞ্চন-নিপুণ প্যানেলের সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণ বলেছেন, “এই মুহূর্তে পুরো বাংলাদেশে নারী নেতৃত্ব রয়েছে। প্রথমবার এফডিসিতে নারী নেতৃত্ব আসতে চলেছে। এরপর থেকে আরও আসবে।”

দীর্ঘ ৩০ বছর এবার নির্বাচন করবেন একুশে পদক প্রাপ্ত অভিনেতা ইলিয়াস কাঞ্চন। প্যানেলের অন্য সদস্যদের নিয়ে বুধবার (১২ জানুয়ারি) ইলিয়াস কাঞ্চন-নিপুণ আক্তার প্যানেল বাংলাদেশ শিল্পী সমিতি কার্যালয়ে মনোনয়ন জমা দেন। 

নিপুণ বলেন, “শিল্পীদের নিয়ে আমরা কাজ করতে চাই্। এর আগেও কাজ করেছি। তাদের জন্য আরও কাজ করার জন্য একটা জায়গা দরকার। সেই জায়গাটার জন্যই নির্বাচনে আসা।” 

এই প্যানেলের চমক রয়েছে জানিয়ে নিপুণ বলেন, “ইন্ডাস্ট্রিতে ছিলাম ১৫-১৬ বছর, তার মধ্যে ব্যবসায়ী হয়েছি। ব্যবসায়ের পরে আবার এফডিসিতে ফিরে আসছি। পরীমনি-শাকিল খানও আমাদের প্যানেলে রয়েছেন।”

Link copied!