পানামা পেপারস কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েছে সাবেক বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চনের নাম। সোমবার (২০ ডিসেম্বর) তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠায় ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ভারতীয় একাধিক গণমাধ্যম সূত্রে জানা গেছে, ইডি তাকে প্রায় ৫ ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছে।
ওই দিন দুপুরের আগে ইন্ডিয়া গেটের কাছে অবস্থিত ইডির অফিসে হাজির হন ঐশ্বরিয়া। বের হন সন্ধ্যায়। এ সময় চোখে কালো গগলস এবং আর নাক-মুখ ঢাকা ছিল একটি কালো ফেস মাস্কে।
সংবাদ সংস্থা এএনআই-এর পক্ষ থেকে প্রকাশ করা একটি ভিডিওয় ঐশ্বরিয়াকে ইডি অফিস থেকে বেরিয়ে আসতে দেখা গিয়েছে। কয়েক মাস আগেই, তার স্বামী অভিষেক বচ্চনকেও এই মামলার বিষয়ে তলব করেছিল ইডি। তিনিও নয়াদিল্লির এই কার্যালয়েই হাজিরা দিয়েছিলেন। এই মামলায় নাম জড়িয়ে রয়েছে খোদ অমিতাভ বচ্চনেরও। ২০১৬ সালে ‘পানামা পেপারস’ কেলেঙ্কারি সামনে এসেছিল। সারাবিশ্বের তাবড় সেলেবদের নাম রয়েছে, বিদেশি সংস্থায় বেনামে টাকা রেখে কর ফাঁকি দেওয়ার তালিকায়।
দেশটির সরকারি এক সূত্র জানিয়েছে, ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট বা ফেমার অধীনে তার বক্তব্য রেকর্ড করেছেন ইডির কর্তারা। এদিন এজেন্সির অফিসে এসে ঐশ্বর্য ইডিকে কিছু নথিপত্রও জমা দিয়েছেন, এমনটাই খবর। এক সূত্র জানিয়েছে, ঐশ্বর্যের বিরুদ্ধে ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জের একটি সংস্থায় গোপনে অর্থ রাখার অভিযোগ রয়েছে।
এদিকে বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ঐশ্বরিয়া। তিনি গণমাধ্যমকে জানান, তাকে বিব্রত করা হচ্ছে। তিনি কোনওভাবে এর সঙ্গে জড়িত নন।