• ঢাকা
  • সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ১৩ আশ্বিন ১৪৩২,
  • ৬ রবিউস সানি ১৪৪৭

‘তাদের নিশ্চয়ই কিছু মনে হয়েছিল চরিত্র সম্পর্কে’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২৫, ১০:১০ এএম
‘তাদের নিশ্চয়ই কিছু মনে হয়েছিল চরিত্র সম্পর্কে’

দীর্ঘ এক দশকের অপেক্ষা শেষে গত ১৪ আগস্ট মুক্তি পায় টলিউডের বহুল প্রতীক্ষিত ছবি ‘ধূমকেতু’। দেব-শুভশ্রী জুটির কামব্যাক সিনেমা মুক্তির আগে থেকেই আলোচনায় ছিল, আর মুক্তির পরও বক্স অফিসে ঝড় তুলেছে ছবিটি।

তবে ছবিটি নিয়ে সম্প্রতি বেরিয়ে এলো এক অজানা তথ্য। শুরুতে নায়িকা হিসেবে শুভশ্রী নন, বরং ‘রূপা’ চরিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ ছিলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। কিন্তু শেষ মুহূর্তে আর তাকে দেখা যায়নি পর্দায়। কেন এই পরিবর্তন ঘটেছিল, অবশেষে সেই রহস্য উন্মোচন করলেন শ্রাবন্তী নিজেই।

ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে শ্রাবন্তী জানান, তারা আমাকে নেয়নি। হঠাৎ করেই জানিয়ে দেয় যে আমি আর থাকছি না। হয়তো চরিত্র নিয়ে তাদের অন্য কোনো ধারণা হয়েছিল।

তবে এই সিদ্ধান্তে তার কোনো ক্ষোভ নেই বলে স্পষ্ট জানালেন নায়িকা। বরং দেব-শুভশ্রীর জনপ্রিয় জুটিকে সমর্থন করে তিনি বলেন, ওদের দু’জনের বিশাল ফ্যানবেস রয়েছে। পর্দায় তাদের একসঙ্গে সত্যিই দারুণ লাগে। আমি নিজেও তাদের অনেক ছবি উপভোগ করেছি।

শ্রাবন্তী আরও যোগ করেন, আমি বিশ্বাস করি ভগবান যা করেন, ভালোই করেন। আমাদের জুটি হয়তো ততটা সফল নাও হতে পারত। আবার হতে-ও পারত। তবে যা হয়েছে, ভালোই হয়েছে।

অভিনেত্রীর এই খোলামেলা স্বীকারোক্তি প্রকাশ্যে আসতেই ফের আলোচনায় এসেছে ‘ধূমকেতু’-র নেপথ্যের গল্প।

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!