বলিউড অভিনেতা সাইফ আলি খান আজ সুপারস্টার হলেও জীবনের শুরুর দিনে তাকে পাড়ি দিতে হয়েছিল কঠিন সংগ্রামের পথ। নবাব পরিবারের সন্তান হয়েও একসময় চরম আর্থিক সংকটে পড়তে হয়েছিল তাকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই অজানা অধ্যায়ের কথা খোলাখুলিভাবে তুলে ধরলেন তিনি।
সাইফ জানান, মাত্র ২১ বছর বয়সে তিনি নিজের চেয়ে ১০ বছরের বড় অভিনেত্রী অমৃতা সিংকে বিয়ে করেন। অল্প বয়সেই সংসারের দায়িত্ব কাঁধে নেওয়ার পাশাপাশি ২৫ বছরেই বড় মেয়ে সারার জন্ম হয়। পরিবার চালাতে গিয়ে তিনি পড়েন বিপাকে। সে সময় এক প্রযোজকের কাছ থেকে কাজের নামে পান এক অবিশ্বাস্য প্রস্তাব।
অভিনেতার ভাষায়— “একজন নারী প্রযোজক আমাকে প্রতি সপ্তাহে মাত্র এক হাজার রুপি দেওয়ার প্রস্তাব করেছিলেন। তবে শর্ত ছিল, প্রতিবার টাকা নেওয়ার সময় তাকে টানা ১০ বার চুমু খেতে হবে। অর্থাৎ চুমুপ্রতি ১০০ রুপি!”
সাইফ বলেন, অনেকে মনে করেন তিনি জন্মসূত্রে সুবিধাভোগী, কিন্তু বাস্তবে তাকে বহু অপমান ও সংগ্রামের মধ্য দিয়ে আসতে হয়েছে। নব্বইয়ের দশকের প্রথম ভাগে এই অভিজ্ঞতা তাকে ভীষণভাবে নাড়া দিয়েছিল।
বর্তমানে সাইফ আলি খান আবারও পর্দায় সক্রিয়। সম্প্রতি তিনি অভিনয় করেছেন নেটফ্লিক্স অরিজিনাল ছবি ‘জুয়েল থিফ: দ্য হেইস্ট বিগিনস’-এ। আগামীতে তিনি দেখা দেবেন পরিচালক প্রিয়দর্শনের নতুন ছবি ‘হায়ওয়ান’-এ, যেখানে তার সঙ্গে অভিনয় করছেন অক্ষয় কুমার।