• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

টরন্টোর সংগীত উৎসবে তাহসান, মোনালিসা ও ইমরান


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ১২, ২০২৩, ০৪:২৪ পিএম
টরন্টোর সংগীত উৎসবে তাহসান, মোনালিসা ও ইমরান
ছবি: সংগৃহীত

কানাডার টরন্টোতে সংগীত উৎসবে এক মঞ্চে দেখা যাবে কণ্ঠশিল্পী তাহসান খান, ইমরান মাহমুদুল ও মডেল-অভিনেত্রী মোনালিসাকে। আশিকিন এন্টারটেইনমেন্টের আয়োজনে শুক্রবার (১২ আগস্ট) সন্ধ্যায় টরন্টো প্যাভিলিয়নে অনুষ্ঠিত হবে উৎসবটি।

কণ্ঠশিল্পী তাহসান জানান, দেশের বাইরে অনেক দর্শক-শ্রোতা আছেন, যারা বাংলা গান শোনার জন্য ব্যাকুল হয়ে থাকেন। তাদের আহ্বানে সাড়া দিতেই বিভিন্ন দেশে ছুটে যাওয়া। চেষ্টা থাকবে টরন্টো মিউজিক ফেস্টিভ্যালের দর্শক-শ্রোতার প্রিয় কিছু গান শোনানোর মধ্য দিয়ে প্রত্যাশা পূরণের।

ইমরান বলেন,  “যাদের ভালোবাসা কুড়ানোর জন্য শিল্পীজীবন বেছে নেওয়া, তাদের টানেই দেশ-বিদেশের মঞ্চে ছুটে যাই। কানাডার এই উৎসবে অংশ নেওয়ার পেছনেও একটাই উদ্দেশ্য– গানে গানে শ্রোতাদের ভালোবাসা কুড়ানো।”

এদিকে মোনালিসা তার ফেসবুকে একটি ছবি পোস্ট করে এই সুখবর ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন ।

প্রবাসী বাঙালি ও স্থানীয় সংগীতপ্রেমীদের জন্য আয়োজিত হতে যাচ্ছে এই উৎসবটি। যেখানে তাহসান, ইমরান ও মোনালিসার পাশাপাশি থাকছে আরও কয়েকজন শিল্পীর চমকপ্রদ পরিবেশনা; যা দর্শকের প্রত্যাশা পূরণ করবে বলে আশা প্রকাশ করেন আয়োজকন প্রতিষ্ঠান আশিকিন এন্টারটেইনমেন্ট।

 

Link copied!