• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫

নারী দিবসে সাবিনা ইয়াসমিনের ‘ছায়াসঙ্গী’


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ৯, ২০২৩, ০১:৪০ পিএম
নারী দিবসে সাবিনা ইয়াসমিনের ‘ছায়াসঙ্গী’

সাবিনা ইয়াসমিনকে ছাড়া বাংলাদেশের আধুনিক বাংলা গানের ইতিহাস অসম্পূর্ণ। ক্যারিয়ারজুড়ে প্রায় ১২ হাজারের মতো গানে কণ্ঠ দিয়েছেন তিনি। অর্জন করেছেন নামীদামী বহু সম্মাননা। এর মধ্যে দেশি ও বিদেশি দুই আঙিনার সম্মাননাই আছে। এবার আন্তর্জাতিক নারী দিবসে অবমুক্ত হয়েছে এ কোকিলকণ্ঠীর গাওয়া ‘ছায়াসঙ্গী’ নামের একটি গান।

গণমাধ্যম থেকে জানা যায়, তিনজন সফল নারীর সমন্বয়ে নির্মিত এই গানের সুর করেছেন রীনাত ফওজিয়া। ‘ছায়াসঙ্গী’ গানের কথা লিখেছেন তাহেরা আফরোজ। গানটির মিউজিক করেছেন এজাজ ফারাহ্।

সাবিনার গানের মিউজিক ভিডিওর চিত্রনাট্য লিখেছেন গানটির গীতিকার তাহেরা আফরোজ। ভিডিও এর মূল চরিত্রে অভিনয় করেছেন এ সময়ের প্রতিশ্রুতিশীল অভিনয়শিল্পী মাহিমা সুলতানা মাখনুন। তার সঙ্গে জুটি বেঁধেছেন মডেল এবং টিভি নিউজ প্রেজেন্টার ইফতেখার আলম।

সাবিনার গান মানেই নতুন আলোড়ন। এবারের ’ছায়াসঙ্গী’ এর ব্যতিক্রম হবে না বলে মনে করেন তার ভক্তরা।

 

Link copied!