• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫

ব্র্যান্ড ভ্যালুতে দক্ষিণি তারকাদের উত্থান


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ২৩, ২০২৩, ১১:২৪ এএম
ব্র্যান্ড ভ্যালুতে দক্ষিণি তারকাদের উত্থান

২০২২ সালে ভারতের সবচেয়ে দামি সেলিব্রিটি হিসেবে বিবেচিত হয়েছেন বলিউড অভিনেতা রণবীর সিং। ‘সেলিব্রিটি ব্র্যান্ড ভ্যালুয়েশন রিপোর্ট ২০২২’ শিরোনামে ‘করপোরেট ইনভেস্টিগেশন অ্যান্ড রিস্ক কনসালটিং ফার্মের’ (ক্রোল) এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

মোট ২৫ জন তারকাকে নিয়ে যুক্তরাষ্ট্রের বেসরকারি সংস্থার এই সমীক্ষায় ১৮১ দশমিক ৭ মিলিয়ন ডলার। যা ভারতীয় মুদ্রায় ১ হাজার ৪৯৪ কোটি রুপি ব্র্যান্ড ভ্যালু নিয়ে শীর্ষ স্থানে রণবীর সিং। গত ৫ বছর এ তালিকার শীর্ষে ছিলেন ভারতের ক্রিকেট তারকা বিরাট কোহলি। এবারের এ তালিকার তাৎপর্যপূর্ণ দিক হচ্ছে দক্ষিণি সিনেমার তারকাদের উত্থান। ২৫ জনের এ তালিকায় জায়গা করে নিয়েছেন দক্ষিণি অভিনেতা আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানা।

ক্রোলের ম্যানেজিং ডিরেক্টর অবিরল জৈন বলেন, “এই বছরের স্টাডির থিম হলো ‘বিয়ন্ড দ্য মেইনস্ট্রিম’। যা ক্রীড়াজগতের তারকাদের পাশাপাশি দক্ষিণ ভারতীয় তারকাদের উত্থানকে শক্তিশালী ব্র্যান্ড এনডোর্সার হিসেবে স্বীকৃতি দেয়। বিভিন্ন ব্র্যান্ডের প্রচারে তারকাদের ভূমিকা ছাড়াও সামাজিকমাধ্যমে তাদের প্রভাবসহ আরও কিছু বিষয়কে নজরে রেখেই সমীক্ষাটি করা হয়েছে।”

সমীক্ষা বলছে, ১ হাজার ৫০০ কোটি ৭৮ লাখ টাকা ব্র্যান্ড ভ্যালু নিয়ে প্রথম স্থান দখল করেছেন রণবীর। মোট ১ হাজার ৪৬১ কোটি ২০ লাখ রুপির ব্র্যান্ড ভ্যালু নিয়ে দ্বিতীয় স্থানে আছেন বিরাট কোহলি। তালিকায় তৃতীয় স্থানে অক্ষয় কুমার। চতুর্থ এবং পঞ্চম স্থানে যথাক্রমে আলিয়া ভাট ও দীপিকা পাড়ুকোন।

এ ছাড়া প্রথম দশে জায়গা করে নিয়েছেন অমিতাভ বচ্চন, শচীন টেন্ডুলকার, মহেন্দ্র সিংহ ধোনি ও হৃতিক রোশনের মতো তারকারা। তবে আশ্চর্যজনক হলো এ তালিকায় দশম স্থানে জায়গা পেয়েছেন বলিউড বাদশা শাহরুখ খান। তার পরেই রয়েছেন বলিউড ভাইজান সালমান খান।

তালিকায় নতুন নাম বলতে কার্তিক আরিয়ান, সারা আলী খান ও কিয়ারা আদভানি।

Link copied!