• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫

স্বামীর কাছে কান্নায় ভেঙে পড়লেন প্রিয়াঙ্কা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ১২, ২০২৩, ০৯:৪১ পিএম
স্বামীর কাছে কান্নায় ভেঙে পড়লেন প্রিয়াঙ্কা

বর্তমানে হলিউডের কাজ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া। একের পর এক প্রজেক্টে যুক্ত হয়ে ইতোমধ্যেই নিজেকে আন্তর্জাতিক তারকা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তবুও মাঝে মধ্যেই কটাক্ষের শিকার হতে হয় তাকে। এবার শরীর নিয়ে কটূ কথা শুনে স্বামী কাছে কান্নায় ভেঙে পড়লেন এই অভিনেত্রী। 
সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা জানালেন তার ‘বডিং শেমিং’-এর কথা। এই প্রথম নয়, চেহারা নিয়ে বারবার কটাক্ষের মুখে পড়তে হয়েছে তাকে। সম্প্রতি লস অ্যাঞ্জেলেসে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে এমনই অভিজ্ঞতার সম্মুখীন হন তিনি।
প্রিয়াঙ্কা বলেন, ‘আমার শরীরের মাপ আদর্শ নয়। কথাটা শুনে খারাপ লেগেছিল। আমার স্বামী ও টিমের কাছে কান্নাকাটিও করেছি।’ তার কথায়, ‘আদর্শ শরীর বলে কিছু হয় না। বরং ভালো কাজে বিশ্বাসী আমি।’


খুব শিগগিরই কল্পবিজ্ঞান ও স্পাই থ্রিলারে তৈরি সিরিজ ‘সিটাডেল’-এ দেখা যাবে প্রিয়াঙ্কাকে। বহুভাষী এই সিরিজে মুখ্য চরিত্রেই অভিনয় করেছেন তিনি। এই সিরিজের হাত ধরে হলিউডের প্রথম সারির তারকাদের তালিকায় নাম লেখালেন প্রিয়াঙ্কা।
শুধু তাই-ই নয়, ‘সিটাডেল’-এ কাজ করে নিজের কর্মজীবনে আরও একটি মাইলফলক পেরিয়েছেন তিনি। বাইশ বছরের কর্মজীবনে প্রথমবার পুরুষ তারকার সমান পারিশ্রমিক পেয়েছেন বলে জানান অভিনেত্রী।
‘সিটাডেল’ সিরিজের গল্পটি ম্যাসন কেন অর্থাৎ রিচার্ড ম্যাডেন এবং নাদিয়া সিন অর্থাৎ প্রিয়াঙ্কা চোপড়াকে ঘিরে আবর্তিত হবে। সিটাডেলের ধ্বংসের পর যারা অল্পের জন্য বেঁচে গিয়েও স্মৃতি হারিয়ে ফেলেন তেমন দুই মানুষের চরিত্রে অভিনয় করবেন তারা।

Link copied!