• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ৩ আশ্বিন ১৪৩২,

সাত মাসেই ভেঙে গেল জনপ্রিয় মডেল দম্পতির সংসার!


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২৫, ০৪:০৯ পিএম
সাত মাসেই ভেঙে গেল জনপ্রিয় মডেল দম্পতির সংসার!

পাকিস্তানের জনপ্রিয় মডেল দম্পতি সাওবান উমাইস ও আবির আসাদ খানের দাম্পত্য জীবনের ইতি ঘটল মাত্র সাত মাসের মাথায়।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ইনস্টাগ্রাম স্টোরিতে সাওবান লিখেছেন, তাদের বিবাহ বিচ্ছেদের প্রক্রিয়া চলছে এবং সিদ্ধান্ত চূড়ান্ত। পোস্টে তিনি উল্লেখ করেন, “তাকে আমি কেবল শুভকামনাই জানাই।”

দুজনই পুরস্কারজয়ী ও জনপ্রিয় মডেল। চলতি বছরের ফেব্রুয়ারিতে ঘনিষ্ঠ বন্ধু ও স্বজনদের উপস্থিতিতে তাদের বিয়ে হয়। বিবাহের মুহূর্তগুলো তারা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন, যেখানে ক্যাপশনে লেখা ছিল— “আল্লাহ সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী, ০১-০২-২০২৫।”

সেই সময় তারকাদের অভিনন্দন বার্তায় ভরে উঠেছিল তাদের পোস্টের মন্তব্য ঘর। অভিনেত্রী আয়েজা খান লিখেছিলেন, “আবির আর সাওবান! তোমাদের জন্য আমি ভীষণ খুশি। অভিনন্দন।” সহকর্মী মডেল সাদাফ কানওয়াল লিখেছিলেন, “মাশাআল্লাহ, মুবারক হোক।”

তাদের বিয়ের ছবিও ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। ছবিতে কনে আবিরকে দেখা গিয়েছিল সোনালি-গোলাপি এমব্রয়ডার্ড ফ্রক, ফিটেড ট্রাউজার, অলংকৃত দোপাট্টা ও মিলিয়ে খুসা পরিহিত অবস্থায়। গহনার মধ্যে ছিল কেবল একটি টিকা ও ফুলের বালা (গজরা)। মেকআপ ছাড়া খোলা চুলে তিনি ছিলেন অনাড়ম্বর ও নান্দনিক।

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!