• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ৩ আশ্বিন ১৪৩২,

প্রবাসীরা ভোট দেবেন কীভাবে, নিয়ম জানালো ইসি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২৫, ০৫:৩৫ পিএম
প্রবাসীরা ভোট দেবেন কীভাবে, নিয়ম জানালো ইসি

ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছেন, প্রবাসীরা কেবল নিবন্ধনের মাধ্যমে পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন। দেশে এসে কোনও প্রবাসী ভোট দিতে পারবেন না। ভোটের জন্য নিবন্ধন প্রক্রিয়া পরিচালনার জন্য ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ তৈরি করা হচ্ছে।

ডিসেম্বর ১৮ বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি জানান, অ্যাপ উদ্বোধনের পরই নিবন্ধন শুরু হবে। ডাক বিভাগের মাধ্যমে ব্যালট পেপার পাঠানো হবে, এবং প্রবাসীরা ভোট দেওয়ার পর রিটার্নিং কর্মকর্তার কাছে ফেরত পাঠাবেন। নির্দিষ্ট সময় ও বিস্তারিত তথ্য পরে গণমাধ্যমে জানানো হবে।

প্রবাসীদের সঙ্গে সঙ্গে দেশের অভ্যন্তরে ভোটে নিয়োজিত কর্মকর্তা, সরকারি কর্মকর্তা ও আইনি হেফাজতে থাকা ব্যক্তিরাও পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন। তাদেরও নিবন্ধন করতে হবে।

প্রকল্প অনুযায়ী, প্রবাসীদের ঠিকানায় তিনটি খামের মধ্যে একটি ব্যালট পেপার থাকবে, আরেকটি খামের মধ্যে নির্দেশনা থাকবে। ভোটাররা প্রতীকের পাশে টিক বা ক্রস চিহ্ন দিয়ে ভোট দেবেন। পরে ফেরত খামের মাধ্যমে ভোট রিটার্ন করা হবে।

ইসি সচিব জানিয়েছেন, ভোট প্রক্রিয়া কবে শুরু হবে তা নির্ধারিত সিডিউল অনুযায়ী ঘোষণা করা হবে।

Link copied!