• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ২ আশ্বিন ১৪৩২,

‘আমার শরীর নিয়ে ট্রল বন্ধ করুন’, সানাইয়ের কড়া হুঁশিয়ারি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২৫, ১১:০২ পিএম
‘আমার শরীর নিয়ে ট্রল বন্ধ করুন’, সানাইয়ের কড়া হুঁশিয়ারি

সাম্প্রতিক সময়ে শারীরিক পরিবর্তন নিয়ে সমালোচনা ও কটাক্ষের মুখে পড়েছেন মডেল ও অভিনেত্রী সানাই মাহবুব। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) আদালত প্রাঙ্গণে তাকে দেখা গেলে তার ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। সেখানে দেখা যায়, তিনি আগের তুলনায় বেশ মোটা হয়ে গেছেন। বিশেষ করে শরীরের কিছু অংশের অস্বাভাবিক বৃদ্ধিকে কেন্দ্র করে নেটিজেনদের মধ্যে তীব্র ট্রল ও কটাক্ষ শুরু হয়।

বুধবার (১৭ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়ে বিষয়টি নিয়ে মুখ খোলেন সানাই। তিনি লেখেন,

“আমার হাইপোথাইরয়েডের কারণে এরকম হয়েছে, কোনো ব্রেস্ট সার্জারি থেকে না। নিচে প্রমাণসহ প্রেসক্রিপশন দিয়েছি। আশা করি, আপনারা পড়বেন এবং বুঝবেন কেন আমি মোটা হয়েছি।”

সানাই জানান, তিনি অনেকদিন ধরে হাইপোথাইরয়েডিজমে ভুগছেন এবং প্রতিনিয়ত এর সঙ্গে যুদ্ধ করছেন।

“আমার মতো যারা এই রোগে ভুগছেন, তারা জানেন এই অসুখ কতটা জটিল। আমি আমার ব্যক্তিগত প্রেসক্রিপশন প্রকাশ করেছি, যাতে সবাই বুঝতে পারে এটি কোনো সার্জারির পার্শ্বপ্রতিক্রিয়া নয়।”

বডি শেমিংকারীদের উদ্দেশে তিনি সতর্কবার্তা দিয়ে বলেন, “যারা আমাকে নিয়ে ইউটিউব কনটেন্ট বা ফেসবুক পোস্ট বানিয়েছেন, তারা যদি তা ডিলিট না করেন, আমি সাইবার নিরাপত্তা আইনে মামলা করবো। আমি প্রমাণ দিয়েছি আমি হরমোনাল ডিসঅর্ডারে ভুগছি। এরপরও যদি বডি শেমিং চলতে থাকে, আমি আইনের আশ্রয় নেব।”

মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করা সানাই পরবর্তীতে চলচ্চিত্রে কাজ করেন। ‘ময়নার ইতিকথা’ ও ‘সুপ্ত আগুন: দ্য হিডেন ফায়ার’ সিনেমায় অভিনয় করলেও এগুলো মুক্তি পায়নি। কয়েকটি আইটেম গানের ভিডিওতেও তাকে দেখা গেছে। কিছুদিন ধরে তিনি মিডিয়ার বাইরে, সংসার জীবনেও সংকট চলছে বলে জানিয়েছেন তিনি।

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!