পাঁচ বছর আগে না ফেরার দেশে চলে গেছেন ঢাকাই ছবির জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাসের মা শেফালী বিশ্বাস। মা ছিলেন তার জীবনের আশ্রয়, প্রেরণা ও ছায়াসঙ্গী। আজও তিনি বিশ্বাস করতে পারেন না—মা আর বেঁচে নেই।
অপু বিশ্বাস ২০১৬ সালের ২৮ সেপ্টেম্বর ছেলে আব্রাম খান জয়ের জন্ম দেন। তাই সেপ্টেম্বর মাসটি তার কাছে যেমন আনন্দের, তেমনি মায়ের মৃত্যুবার্ষিকীর কারণে বেদনাদায়কও হয়ে ওঠে।
২০১৬ সালের ১৮ সেপ্টেম্বর দিনগত রাত দেড়টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শেফালী বিশ্বাস। এর কয়েকদিন আগে তিনি স্ট্রোক করেছিলেন। পরে চিকিৎসকরা জানান, তার ফুসফুসে পানি জমেছে। শারীরিক অবস্থার অবনতি হলে আইসিইউতে রাখা হয়, সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
মায়ের মৃত্যুবার্ষিকীতে বুধবার (১৮ সেপ্টেম্বর) অপু বিশ্বাস নিজের ফেসবুক পেজে একটি আবেগঘন পোস্ট দেন। সেখানে তিনি লিখেছেন—
“আজকের দিনটা আমার কাছে শুধু একটা তারিখ নয়, একবুক শূন্যতা। আজ ঠিক এই দিনে তোমাকে হারিয়েছিলাম, মা। তোমার অভাব প্রতিটি মুহূর্তে অনুভব করি।”
অপুর পোস্ট সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। ভক্ত-সহকর্মীরা তাকে সান্ত্বনা জানিয়েছেন এবং মায়ের জন্য দোয়া করেছেন।