সিনেমার আগেই কমলা গাউন আর হাইহিলে জয়ার চমক 


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২৫, ০৮:৫০ পিএম
সিনেমার আগেই কমলা গাউন আর হাইহিলে জয়ার চমক 

গত বছর টলিউডে বেশি নজর কাড়লেও এবার সমানভাবে ঢালিউডেও ছাপ রেখেছেন জয়া আহসান। টলিউডে ‘ডিয়ার মা’ ও ‘পুতুল নাচের ইতিকথা’তে প্রশংসিত হয়েছেন তিনি, আর ঢালিউডে ‘তাণ্ডব’ ও ‘উৎসব’-এর মাধ্যমে মুগ্ধ করেছেন দর্শক।

এবার জয়া আরও একবার ঢালিউডের দর্শকের সামনে হাজির হচ্ছেন নির্মাতা রেদওয়ান রনির নতুন সিনেমা ‘দম’-এ, যেখানে থাকবেন চঞ্চল চৌধুরী ও আফরান নিশো।

তবে তার আগেই চোখ ধাঁধালেন জয়া। প্রকাশ করলেন দারুণ সব ছবি বা স্থিরচিত্র। কমলা গাউন আর কালো হাইহিলে একেবারে চমকানো লুকে মুগ্ধতা ছড়িয়ে দিলেন জয়া। জানান দিলেন, সিনেমা মুক্তির আগেই ছবির জৌলুস।

এর আগে ১৯ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে জয়ার অভিনীত প্রথম ইরানি সিনেমা ‘ফেরেশতে’। জয়া নিজেই নিশ্চিত করেছেন এই খবর।

ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম পরিচালিত এই সিনেমায় জয়া সমাজের প্রান্তিক মানুষের একজন চরিত্রে অভিনয় করেছেন। জয়া বলেন, আমাদের দেশের সুবিধাবঞ্চিত মানুষের ভেতরে যে সংগ্রামী ও সাহসী চরিত্র রয়েছে, তারই একজনের ভূমিকায় আমি অভিনয় করেছি। পুরো টিম সহযোগিতা করায় কঠিন শুটিং সুষ্ঠুভাবে শেষ করা সম্ভব হয়েছে।

ছবিটি আন্তর্জাতিক উৎসবে প্রশংসিত হয়েছে। ফজর চলচ্চিত্র উৎসবে জাতীয় পুরস্কার জিতেছে মানবিক বার্তার জন্য। এছাড়া ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৪-এর উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে প্রদর্শিত হয়েছে এবং ভারতের গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রশংসা পেয়েছে।

ছবির মূল অভিনেতা ও প্রযোজক সুমন ফারুক বলেন, আমরা যেমন বিদেশি সিনেমা দেখে তাদের সংস্কৃতি জানতে পারি, তেমনি ‘ফেরেশতে’ আমাদের সমাজ-সংস্কৃতির গল্প তুলে ধরেছে। প্রান্তিক মানুষের গল্প সহজে উচ্চবিত্ত সমাজ জানে না, সেই গল্প বলেছে সিনেমাটি।

জয়া আহসান ছাড়াও সিনেমায় অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, শাহেদ আলী, রিকিতা নন্দিনী শিমু, শাহীন মৃধা এবং শিশুশিল্পী সাথী। প্রযোজনার দায়িত্বে ছিলেন সুমন ফারুক, সহ-প্রযোজক হিসেবে যুক্ত ছিলেন জয়া নিজেও। চিত্রনাট্য লিখেছেন মুমিত আল-রশিদ, যিনি ফারসি ও বাংলায় অনুবাদে কাজ করেছেন ফয়সাল ইফরান-এর সঙ্গে।

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!