• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ৩ আশ্বিন ১৪৩২,

তুমি আমাদের ছেড়ে চলে গেলে, আবেগঘন পোস্ট সৃজিত মুখার্জির


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২৫, ০৯:০৩ এএম
তুমি আমাদের ছেড়ে চলে গেলে, আবেগঘন পোস্ট সৃজিত মুখার্জির

ওপার বাংলার জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জি একের পর এক ভিন্ন ধারার সিনেমা দিয়ে দর্শকদের মুগ্ধ করে চলেছেন। সাফল্যের ঝুলিতে একের পর এক হিট ছবি থাকলেও বাবার অনুপস্থিতি তাকে আজও তাড়িয়ে বেড়ায়।

বাবার জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট শেয়ার করেন সৃজিত। তিনি লেখেন, এক যে ছিল রাজা’ মুক্তির পরেই তুমি আমাদের ছেড়ে চলে গেলে। ইতিহাসের প্রতি তোমার আগ্রহের কারণে গুমনামি, পদাতিক-এর মতো ছবি নিশ্চয়ই দেখতে পারতে। এখনো মুক্তির অপেক্ষায় আছে ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ও ‘এম্পারার ভার্সেস শরৎচন্দ্র’। তুমি নিশ্চয়ই সেগুলোও দেখছো।

সৃজিত আরও লিখেছেন, কয়েক বছরের মধ্যে এর উত্তর জানবো। আবারও তোমার সঙ্গে দেখা হবে। তাই আপাতত শুভ জন্মদিন।

প্রসঙ্গত, এ বছর পূজায় বড় পর্দায় সৃজিতের নতুন ছবি মুক্তি না পেলেও হইচই-এ আসছে ‘ফেলুদা ফেরত: যত কাণ্ড কাঠমান্ডুতে’। এ ছাড়া চলতি বছরের ডিসেম্বরে মুক্তি পাবে ‘লহ গৌরাঙ্গের নাম রে’, আর ২০২৬ সালের ১ মে দর্শকরা পাবেন ‘এম্পারার ভার্সেস শরৎচন্দ্র’।

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!