সাম্প্রতিক সময়ে বিভিন্ন অ্যাওয়ার্ড অনুষ্ঠানকে ঘিরে অশ্লীল পোশাক ও বাণিজ্যিকীকরণ নিয়ে সমালোচনা তুঙ্গে। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সাংস্কৃতিক মহল—সব জায়গায় চলছে এ নিয়ে তর্ক-বিতর্ক।
প্রথমেই প্রতিবাদে মুখ খোলেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য ও জনপ্রিয় অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তি। তার ফেসবুক পোস্ট সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলে। অসংখ্য শিল্পী, সাংবাদিক ও দর্শক মুক্তির বক্তব্যের সঙ্গে একমত প্রকাশ করেন।
তবে এখানেই থেমে থাকেনি বিতর্ক। এবার ‘চাঁদের আলো’ সিনেমার নায়ক ওমর সানী একই বিষয়ে ক্ষোভ ঝেড়েছেন।
বুধবার (১৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে নিজের ফেসবুকে একটি পোস্টে তিনি অভিযোগ করে লিখেছেন— “আপনারা কারা এই ধরনের পুরস্কার অনুষ্ঠানে অতিথি হয়ে যান? পুরস্কার নেওয়ার জন্য ৩০ হাজার, ৫০ হাজার, কখনো ১ লাখ টাকা দেন! তাদের লোভের কারণেই এমন অনুষ্ঠান হয়। দেশের জনসংখ্যা বেশি, চিটার-বাটপারও বেশি।”
এটাই প্রথম নয়, এর আগেও বহুবার অ্যাওয়ার্ড অনুষ্ঠান নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন জনপ্রিয় এ নায়ক। কয়েকদিন আগে তিনি আরও লিখেছিলেন—
“কিসের ভিত্তিতে পুরস্কার দিচ্ছেন? আর আপনি কিসের ভিত্তিতে পুরস্কার নিচ্ছেন—নিজেকে প্রশ্ন করেছেন? একটা ফাইজলামি শুরু হয়েছে, শুধু শোডাউন।”
বছর দুই আগে ওমর সানী জানিয়েছিলেন, প্রায় ৮০ শতাংশ অ্যাওয়ার্ড অনুষ্ঠানেই চলছে বাণিজ্য। তিনি বলেন, “অফার ছিল আমাদের দুজনের, কিন্তু যাইনি। যখন মনে করব যাওয়া উচিত, তখন দেখা যাবে। আমাদের যাওয়া নিয়ে কিছু যায় আসে না, কিন্তু বলব অ্যাওয়ার্ড-বাণিজ্য চলছে।”
এ বিষয়ে শোবিজ অঙ্গনের আরও অনেকেই সোচ্চার হলেও আয়োজকদের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।