• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫

চলে গেলেন সংগীতশিল্পী অনুপ ঘোষাল


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২৩, ০৭:৫০ পিএম
চলে গেলেন সংগীতশিল্পী অনুপ ঘোষাল
সংগীতশিল্পী অনুপ ঘোষাল

চলে গেলেন উপমহাদেশের বিশিষ্ট সংগীতশিল্পী অনুপ ঘোষাল। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮।

আনন্দবাজার পত্রিকা জানায়, দীর্ঘদিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন অনুপ ঘোষাল। শুক্রবার (১৫ ডিসেম্বর) দুপুর ১.৩০টার দিকে দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

সত্যজিৎ রায় পরিচালিত ‘গুপি গাইন বাঘা বাইন’, ‘হীরক রাজার দেশে’র মতো ছবিতে সঙ্গীত পরিবেশন করেছিলেন অনুপ ঘোষাল। তবে নজরুলগীতি এবং শ্যামাসংগীতের জন্য বিপুল প্রশংসা পেয়েছিলেন তিনি। এ ছাড়াও বাংলা, হিন্দি-সহ নানা ভাষার ছবিতে সংগীত পরিবেশন করেছিলেন। বাংলা এবং হিন্দি গানের পাশাপাশি তিনি ভোজপুরি এবং অসমিয়া ভাষায়ও গান গেয়েছেন।

২০১১ সালে অনুপ ঘোষালকে ‘নজরুল স্মৃতি পুরস্কার’ ও ২০১৩ সালে ‘সংগীত মহাসম্মান’ প্রদান করেছে পশ্চিমবঙ্গ সরকার।

Link copied!