• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫

মা দিবসে বৈশাখীতে ‘ওগো মা’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ১৪, ২০২৩, ০৩:০৬ পিএম
মা দিবসে বৈশাখীতে ‘ওগো মা’

মা দিবসকে ঘিরে নির্মাণ করা হয়েছে ‘ওগো মা’ শিরোনামে একক নাটক। নাটকটি পরিচালনা করেছেন সীমান্ত সজল। মা ও ছেলের ভূমিকায় অভিনয় করেছেন দিলারা জামান ও ঈরেশ যাকের।

রবিবার (১৪ মে) রাত ১১টায় বৈশাখী টিভিতে ‘ওগো মা’ নাটকটি প্রচার করা হবে।

টিপু আলম মিলন বলেন, ‘ওগো মা’ নাটকের গল্পটি মূলত মা ও সন্তানের সম্পর্কের টানাপোড়েন উপজীব্য করে রচিত। কিন্তু বিয়ের পরই কোনো কোনো সন্তান বদলে যায়। প্রায় সময়ই স্ত্রীর কথায় অবহেলা আর অসম্মান করে মাকে কষ্ট দেয়। কেউ কেউ আবার মাকে শারীরিক নির্যাতনও করে। এ রকম ঘটনা আমরা অহরহ পত্রিকার পাতায় কিংবা স্যাটেলাইট চ্যানেলে সংবাদ আকারে দেখতে পাই। মায়ের প্রতি সন্তানের এ অশ্রদ্ধা, অসম্মান আর নির্যাতনের কারণেই আমি এ নাটকের গল্প লেখার তাগিদ অনুভব করি। নাটকটি যারাই দেখবেন তাদের সকলেরই ভালো লাগবে বলে আমার বিশ্বাস।

নাটকের প্রসঙ্গে পরিচালক সীমান্ত বলেন, ‘আমি বিশেষ দিবসের কাজগুলো করতে পছন্দ করি। এছাড়াও আমি কম কাজ করি তবে ভালো কাজগুলোই প্রাধান্য দেই। এই নাটকটি একেবারেই ভিন্ন একটি গল্প এবং আমরা সেভাবেই উপস্থাপন করেছি আশা করছি সবারই ভালো লাগবে।’

নাটকটিতে অভিনয় করেছেন মৌটুসী বিশ্বাস, শিরিন আলম, সাজু আহমেদ, মুশফিক শুভ ও শিশুশিল্পী মোহাম্মদ। 
 

Link copied!