• ঢাকা
  • রবিবার, ১৩ জুলাই, ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২, ১৮ মুহররম ১৪৪৬

জয়ার হিন্দি সিনেমা মুক্তি পাচ্ছে ওটিটিতে


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৩, ০৯:০৮ এএম
জয়ার হিন্দি সিনেমা মুক্তি পাচ্ছে ওটিটিতে
জয়া আহসান। ছবি: সংগৃহীত

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের বলিউডের প্রথম সিনেমা ‘করক সিং’-এর শুটিং শেষ হয়েছে অনেক আগেই। অবশেষে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। তবে, ভারতের কোনো প্রেক্ষাগৃহে নয়, দেশের জনপ্রিয় এই অভিনেত্রীর সিনেমা ‘করক সিং’ মুক্তি পাচ্ছে ওটিটিতে।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) সিনেমার ফার্স্টলুক পোস্টার প্রকাশ করে জানানো হয়, জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভে এ বছরের শেষের দিকে আসছে ‘করক সিং’ । এর আগে ঢালিউডের বাইরে টালিউডে বেশ কিছু সিনেমায় কাজ করে থাকলেও এবারই ওটিটিতে অভিষেক হচ্ছে জয়ার।

‘করক সিং’  সিনেমার ফার্স্টলুক পোস্টার। ছবি:সংগৃহীত

সিনেমায় জয়ার সহশিল্পী চরিত্রে আছেন বলিউডের খ্যাতিমান অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী, সানজানা সাঙ্ঘি, মালায়লাম অভিনেত্রী পার্বতী থিরুবথু প্রমুখ।

এর আগে সিনেমায় নিজের অনুভূতি জানিয়ে জয়া জানিয়েছিলেন,  ‘আমি অত্যন্ত আনন্দিত যে, অনিরুদ্ধ রায় চৌধুরী বা যাকে আমরা টনি দা বলে ডাকি, তার নেতৃত্বে এমন অসাধারণ টিমে কাজ করতে পেরেছি। পঙ্কজ ত্রিপাঠি এবং অন্য যারা আছেন, তাদের সঙ্গে কাজ করা আমার জন্য অনেক বড় অভিজ্ঞতা। আমি কাজের প্রত্যেকটি মুহূর্ত ভালোবেসেছি।’

সবশেষ দুর্গাপূজায় ওপার বাংলায় মুক্তি পেয়েছে জয়া আহসান অভিনীত ‘দশম অবতার’। সৃজিত মুখার্জি পরিচালিত সিনেমাটি বক্স অফিসে বেশ ব্যবসা করেছে। এর আগে কৌশিক গাঙ্গুলি পরিচালিত জয়ার আরেক সিনেমা ‘অর্ধাঙ্গিনী’ও ব্যবসাসফল হয়েছে। এবার দেখার বিষয় রহস্য আর সাসপেন্সে ভরপুর থ্রিলার গল্পের সিনেমা ‘করক সিং’  কতটা দর্শকদের হৃদয়ে জায়গা করে নিতে পারে। 

Link copied!