• ঢাকা
  • শনিবার, ০৪ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫

আজীবন সম্মাননা প্রাপ্তি অনেক ভালো লাগার : বন্যা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ১৭, ২০২৩, ১১:৫৩ এএম
আজীবন সম্মাননা প্রাপ্তি অনেক ভালো লাগার  : বন্যা

সোমবার (২০ মার্চ) বিকেলে ‘ট্র্যাব মিউজিক পারফর্ম্যান্স অ্যাওয়ার্ড ২০২২’ প্রদান করা হবে। এই অনুষ্ঠানে বরেণ্য রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যাকে আজীবন সম্মাননা দেওয়া হবে বলে গণমাধ্যমকে জানিয়েছেন অনুষ্ঠান উদযাপন কমিটির চেয়ারম্যান বাদল আহমেদ ও সদস্য সচিব রফিক মুহাম্মদ। এর প্রতিক্রিয়ায় শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা জানান, একজন শিল্পীর জন্য আজীবন সম্মাননা প্রাপ্তি নিঃসন্দেহে অনেক অনেক ভালো লাগার।

বন্যা বলেন, “এই অনুষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত, বিশেষত যারা আমাকে চূড়ান্ত করেছেন আজীবন সম্মাননার জন্য তাদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আমার গায়কীর প্রতি, গানের প্রতি তাদের যে আন্তরিক ভালোবাসা, তা আমাকে মুগ্ধ করেছে।”

অনুষ্ঠান উদযাপন কমিটির চেয়ারম্যান বাদল আহমেদ গণমাধ্যমকে বলেন, “অনুষ্ঠানে রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত, আধুনিক, ফোক, ব্যান্ড, নাটকের শীর্ষ সংগীত ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্বের বিচারে অ্যাওয়ার্ড প্রদান করা হবে। আশা করছি, এবারের এই আয়োজন নিঃসন্দেহে অনেক ভালো হবে। যোগ্য শিল্পীদেরই আমরা সম্মাননা প্রদান করার চেষ্টা করব। অনুষ্ঠানটি যেন আগামী দিনের জন্য দৃষ্টান্ত হয়ে থাকে, সেই চেষ্টাই থাকবে আমাদের।”

Link copied!