ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ও মডেল ইরফান সাজ্জাদ। নিজের সাবলীল অভিনয় দিয়ে তিনি যেমন জয় করেছেন দর্শকদের মন, তেমনি উপহার দিয়েছেন একাধিক দর্শকনন্দিত নাটক। অভিনয়ের ব্যস্ততার বাইরে সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব এই তারকা।
সম্প্রতি তিনি পাড়ি জমিয়েছেন সৌদি আরবের পবিত্র নগরী মক্কায়। একগুচ্ছ ছবি ভক্ত-অনুরাগীদের সঙ্গে শেয়ার করে করেছেন ইরফান। শেয়ার করা ছবিতে দেখা যায়, পবিত্র কাবা চত্বরে ছেলেকে কোলে নিয়ে হাস্যোজ্জ্বল মুখে ক্যামেরাবন্দি হয়েছেন তিনি।
বাবার কোলে ছোট্ট ছেলের সেই মায়াবী মুহূর্তটি মুহূর্তেই নেটিজেনদের নজর কেড়েছে। শেয়ার করা ছবির ক্যাপশনে লিখেছেন, ‘জীবনটা অনেক ছোট। জীবনকে সময় দিন, জীবন সুন্দর! আলহামদুলিল্লাহ।’
সঙ্গে জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমোজি। শুভাকাঙ্ক্ষীরা জানাচ্ছেন দোয়া ও ভালোবাসা। কমেন্ট বক্সে এক ভক্ত আবেগী হয়ে লিখেছেন, ‘পবিত্র জায়গা থেকে পবিত্র হয়ে দেশে আসুন, এই দোয়াটাই করি।’ আরেকজন মুগ্ধতা প্রকাশ করে লিখেছেন, ‘মাশাল্লাহ! বাবা-ছেলেকে অনেক সুন্দর লাগছে।’
প্রসঙ্গত, ইরফান সাজ্জাদ চ্যানেল আই এর টিভি পোগ্রামের মাধ্যমে মিডিয়াতে অভিনয় জীবনের যাত্রা শুরু করেন। এরপর থেকে বিজ্ঞাপন, নাটক নির্মাতাদের আস্থার প্রতি শ্রদ্ধা রেখেই তিনি তার দর্শকদের সব সময় ভালো কাজ উপহার দিচ্ছেন।






























