আসন্ন গণভোটে ভোটাধিকার প্রয়োগ নিয়ে সাধারণ মানুষের মধ্যে এখনো স্পষ্ট ধারণা তৈরি হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (২২ নভেম্বর) রাজধানীর আইডিইবির মাল্টিপারপাস হলে মউশিক কেয়ারটেকার কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় তিনি বলেন, “প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন বা পিআর পদ্ধতি বাংলাদেশের মানুষের কাছে নতুন। গণভোটের ‘হ্যাঁ’ কিংবা ‘না’—কী বোঝায়, তা অনেকেই বুঝতে পারছে না; শেষ মুহূর্ত পর্যন্তও অনেকের কাছে এটি অস্পষ্টই থেকে যাবে।”
পূর্ববর্তী সরকারের সমালোচনা করে মির্জা ফখরুল দাবি করেন, দীর্ঘ ১৫-১৬ বছরে দেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে উদ্দেশ্যমূলকভাবে দুর্বল করা হয়েছে। তার ভাষায়, “নিজেদের স্বার্থে প্রশাসন থেকে শুরু করে সব গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে ভেঙে দেওয়া হয়েছে। আমরা এমন একটি দানবীয় শাসন দেখেছি, যা দেশের ভিত্তিকে নড়বড়ে করে দিয়েছে।”
ধর্মীয় মূল্যবোধ প্রসঙ্গে তিনি বলেন, “এই দেশে অসংখ্য মসজিদ, মাদ্রাসা, ইমাম-উলামা আছেন। তারপরও সমাজে কেন এত অনিয়ম, দুর্নীতি আর নৈতিক অবক্ষয়—আমি বুঝে উঠতে পারি না। মসজিদ নির্মাণে মানুষের যে আগ্রহ দেখি, একটি আদর্শ মানুষ গড়ার ক্ষেত্রে সেই আগ্রহ কোথায় হারিয়ে যায়?”
সভায় সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের সদস্য প্রিন্সিপাল মাওলানা শাহ মো. নেসারুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রেসিডেনশিয়াল মডেল কলেজের খতিব ও ইমাম মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন।



























