• ঢাকা
  • শনিবার, ২২ নভেম্বর, ২০২৫, ৭ অগ্রহায়ণ ১৪৩২, ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৭

একসময় ভাড়া দিতে পারতেন না, এখন বাড়িটি কার্তিক আরিয়ানের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২২, ২০২৫, ০৪:৪৯ পিএম
একসময় ভাড়া দিতে পারতেন না, এখন বাড়িটি কার্তিক আরিয়ানের

বলিউডে শাহরুখ, সালমান খানদের পর সাফল্যের গল্প লেখা অভিনেতাদের মধ্যে অন্যতম কার্তিক আরিয়ান। একের পর এক সফল কাজ দিয়ে মসৃণ করেছেন নিজের পথ। তবে একসময় তা ছিল খুব বন্ধুর। বাড়ি ভাড়া দেওয়ার সামর্থ্য ছিল না তার। এখন সেই বাড়ি-ই কিনে নিয়েছেন এ তারকা।

ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেতা নিজেই বলেছেন কথাগুলো। তিনি বলেন, “আমি একটা বাড়িতে একা থাকতাম। কিন্তু সেই সময় আমি নিজের স্থান পাকা করতে লড়াই করছি। আমার সিনেমাগুলো তখন সে ভাবে চলছিল না, টাকাও ছিল না তেমন হাতে। ‘পেয়ার কা পঞ্চনামা’ তত দিনে মুক্তি পেয়েছে। কিন্তু তাতে আমার বিশেষ লাভ হয়নি। এরপর ‘আকাশবাণী’, ‘কাঞ্চি’ কোনোটাই ভালো চলেনি। ‘গেস্ট ইন লন্ডন’ও সফল হয়নি। বিশেষ কেউ এই ছবিগুলির নামই শোনেননি।”

কার্তিক যোগ করেন, “ওই বাড়িটায় থাকাও সমস্যা হয়ে উঠছিল। ভাড়া বেড়ে গিয়েছিল। কিন্তু ওই জায়গাটা খুব নিজের মতো হয়ে গিয়েছিল। একটা সময়ে আর ভাড়া দিতে পারছিলাম না। রুমমেট আনব, না কি অন্য কোথাও গিয়ে নিজে থাকব, এসব ভাবছিলাম। তারপর অবশেষে ‘সোনু কে টিটু কি সুইটি’ মুক্তি পায়।”

‘সোনু কে টিটু কি সুইটি’ ছবি ভাগ্য ফেরায় কার্তিকের। অর্থ, খ্যাতি সবই আসে হাতের মুঠোয়। এরপর বাড়িটির জন্য যেন আর ভাড়া গুনতে না হয় সে ব্যবস্থা করেন। কিনে নেন তিনি। চলতি বছরের শুরুতে এ কথা জানান ‘চান্দু চ্যাম্পিয়ন’।

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!