• ঢাকা
  • শনিবার, ২২ নভেম্বর, ২০২৫, ৭ অগ্রহায়ণ ১৪৩২, ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৭

ভূমিকম্পের মুহূর্তে শুটিং স্পটে শাকিব খান—দিলকুশায় ঠিক কী ঘটেছিল?


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২২, ২০২৫, ১০:০৩ এএম
ভূমিকম্পের মুহূর্তে শুটিং স্পটে শাকিব খান—দিলকুশায় ঠিক কী ঘটেছিল?

ছুটির দিনে সাধারণত শুটিংয়ে দেখা যায় না ঢালিউড সুপারস্টার শাকিব খানকে। তবে ব্যতিক্রম হলো আজকের দিনটি। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালেই তিনি হাজির হয়েছিলেন রাজধানীর মতিঝিলের দিলকুশা এলাকায়, ‘সোলজার’ চলচ্চিত্রের শুটিংয়ে অংশ নিতে।

সকালের শান্ত অফিসপাড়া হঠাৎ ভরে ওঠে মানুষের ঢলে। গাড়ির হর্ন নেই, কিন্তু রাস্তাজুড়ে ক্যামেরার রোলিং, লোকেশন মাইকের ডাক, আর চায়ের দোকানের টুংটাং শব্দে জায়গাটি সিনেমার মতোই ব্যস্ত হয়ে ওঠে।

সকালে শুটিং হচ্ছিল সিনেমার একটি গুরুত্বপূর্ণ আন্দোলনের দৃশ্য। নানা রঙের প্ল্যাকার্ড, হাতে আঁকা পোস্টার, স্লোগানের গর্জন—দিলকুশা যেন মুহূর্তেই রূপ নেয় আন্দোলনমুখর সড়কে।

চারদিকে পুলিশের সেটআপ, ব্যারিকেড, মিডিয়ার লাইভ কাভারেজ—অনেক পথচারী তো বুঝতেই পারেননি, এটি বাস্তব নাকি সিনেমার দৃশ্য।

আরও চমক আসে যখন ছড়িয়ে পড়ে খবর—শাকিব খান আছেন!

মুহূর্তেই ভিড় আরও বেড়ে যায়; আশপাশের এলাকা থেকে ছুটে আসেন ভক্তরা। ব্যারিকেডের বাইরে দাঁড়িয়ে অনেকে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেন শুধু তারকার একঝলক দেখার জন্য।

একটা গুরুত্বপূর্ণ শটের প্রস্তুতি চলছিল। হঠাৎ মাটিতে সামান্য কাঁপন—প্রথমে সবাই ভেবেছিল হয়তো কোনো ভারী যন্ত্র নড়েছে। কয়েক সেকেন্ডের মধ্যেই আশেপাশের ভবনগুলো দুলে উঠতেই শুটিং স্পটে ছড়িয়ে পড়ে আতঙ্ক।

মানুষ দৌড়ে রাস্তায় নেমে আসে। কেউ চিৎকার করছে, কেউ ফোনে খবর দিচ্ছে পরিবারের সদস্যদের। ইউনিট সদস্যরা দ্রুত শাকিব খানকে ঘিরে নিরাপত্তা বলয় তৈরি করেন।

অভিনয় জগতের তারকা হলেও সেই মুহূর্তে তার আচরণ ছিল একদম বাস্তবের নায়কসুলভ।
তিনি ইউনিট ও দর্শকদের উদ্দেশে শান্ত কণ্ঠে বলেন— “আমরা তো খোলা জায়গায় আছি। কেউ ভয় পাবেন না। ধীরে থাকুন, সব ঠিক হয়ে যাবে।”

তার এই আশ্বস্ত কণ্ঠস্বরেই মানুষের আতঙ্ক কমে আসে। কম্পন থেমে যাওয়ার পর সবাই ধীরে ধীরে স্বাভাবিক হয়ে ওঠে।

কিছুক্ষণ বিরতির পর নিরাপত্তা নিশ্চিত করে আবার ক্যামেরা ঘুরতে শুরু করে। একজন দর্শক পাশ থেকে বলছিলেন— “ভূমিকম্পেও শান্ত! সত্যিকারের হিরো শাকিব ভাই।”

সাকিব ফাহাদের পরিচালনায় নির্মিত ‘সোলজার’ ছবিতে শাকিব খানের সঙ্গে অভিনয় করছেন তানজিন তিশা। এছাড়া রয়েছেন তৌকীর আহমেদ, তারিক আনাম খান, জান্নাতুল ফেরদৌস ঐশী ও রাকিন আবসারসহ আরও অনেকে।

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!