• ঢাকা
  • সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৭

শেখ হাসিনার মৃত্যুদণ্ডাদেশের পর সালাহউদ্দিন কাদেরের পুরনো বক্তব্য ভাইরাল


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২৫, ০৮:২৪ পিএম
শেখ হাসিনার মৃত্যুদণ্ডাদেশের পর সালাহউদ্দিন কাদেরের পুরনো বক্তব্য ভাইরাল
ফাইল ছবি

জুলাইয়ের গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছে। রায় ঘোষণার পর বিভিন্ন স্থানে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া দেখা গেছে। 

কোথাও শোকরানা নামাজ আদায়ের খবর পাওয়া গেছে, আবার কোথাও রায়কে কেন্দ্র করে মিষ্টি বিতরণের ঘটনাও ঘটেছে। বিভিন্ন এলাকার মানুষের মাঝে উচ্ছ্বাস প্রকাশের খবরও মিলছে।

বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিচার শেষে মৃত্যুদণ্ড দিয়েছিলেন। আজ হাসিনার রায় ঘোষণার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে একটি পুরনো ভিডিও ভাইরাল হয়েছে।

ভিডিওটি মূলত সালাহউদ্দিন কাদের চৌধুরীর মামলার রায় ঘোষণার পরের সময়কার, যা এখন আবার ব্যাপকভাবে শেয়ার করা হচ্ছে। সেখানে দেখা গেছে, সালাহউদ্দিন কাদের চৌধুরী বলছেন, ‘আমার সুনির্দিষ্ট প্রস্তাব হচ্ছে এই ট্রাইব্যুনাল যেন স্থায়ী থাকে, এটা যেন এই এই কয়েকটা অপরাধের বিচার করে যেন শেষ না হয়।

স্থায়ী ট্রাইব্যুনাল থাকলে রাজনৈতিক ঋতু পরিবর্তন হলে এটার কার্যক্রম যাতে অব্যাহত থাকে, এটা আমার সুনির্দিষ্ট প্রস্তাব।’

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় করা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। অপর আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন রাজসাক্ষী হওয়ায় লঘুদণ্ড হিসেবে তাকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

Link copied!