অভিনেত্রী ফাতিমা সানা শেখ স্পষ্ট করে জানালেন— নারীবাদ মানে পুরুষদের নিন্দা নয়, বরং সবার জন্য সমতা। তিনি বলেন, অনেক পুরুষই নারীবাদ শব্দটি না বুঝেই এটিকে ভুলভাবে দেখেন বা প্রত্যাখ্যান করেন। নিজের নতুন ছবি ‘গুস্তাখ ইশক’ মুক্তির আগে সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী নারীবাদের আসল অর্থ ব্যাখ্যা করেন।
ফাতিমার মতে, অনলাইনে লিঙ্গসমতা নিয়ে আলোচনা অনেক সময় ভুল পথে চলে যায়।
বিশেষ করে পুরুষদের মধ্যে ভুল তথ্য ছড়ায়। তারা ভাবে, নারীবাদ মানেই পুরুষদের বিরুদ্ধে কিছু। কিন্তু আসল অর্থ হলো সমতা, কাউকে নিচু দেখানো নয়। তিনি উদাহরণ হিসেবে বলেন, অনেক সময় মানুষকে জিজ্ঞেস করলে তারা নারীবাদী নন বলে এড়িয়ে যান, কারণ তারা শব্দটির মানে বোঝেন না। অথচ ব্যাপারটি খুবই সহজ, নারীবাদ মানে ন্যায্যতা, সমান অধিকার।
ফাতিমা বলেন, সমাজে এখনো অনেক পুরনো ধারণা রয়েছে। যেমন— নারীরা একে অপরকে সমর্থন করে না বা নারীরা নাকি বেশি ঝামেলাপ্রবণ। তিনি মনে করেন, এসব ভুল ধারণা ভাঙা জরুরি।
নিজের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে তিনি উল্লেখ করেন ‘ধাক ধাক’ ছবির পরিচালক তারুণ দুদেজার নাম। একজন পুরুষ হয়েও তিনি অত্যন্ত সংবেদনশীলভাবে নারীকেন্দ্রিক গল্প লিখেছেন। তাই নারীবাদ মানেই যে নারী বা নারীবাদী মানেই ‘পুরুষবিদ্বেষী’, এ ধারণা ভুল।
বিভু পুরী পরিচালিত ‘গুস্তাখ ইশক’ যেখানে অভিনয় করছেন বিজয় ভার্মা, নাসিরুদ্দিন শাহ, শারিব হাশমি ও ফাতিমা। সিনেমাটি মুক্তি পাবে ২৮ নভেম্বর ২০২৫।
ছবি প্রচারের পাশাপাশি ফাতিমা তার প্ল্যাটফরম ব্যবহার করছেন ভুল ধারণা দূর করতে এবং লিঙ্গসমতা নিয়ে সচেতনতা বাড়াতে। সূত্র : টাইমস নাও


































