শিহাব শাহীনের ওয়েব সিনেমা ‘তোমার জন্য মন’-এ অভিনয় করে সম্প্রতি বেশ প্রশংসা কুড়িয়েছেন তরুণ অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। অভিনয়, ব্যক্তিগত জীবন ও জনপ্রিয়তা—সবকিছু নিয়েই কথা বলেছেন তিনি।
সম্প্রতি প্রথম আলোকে দেওয়া স্বাক্ষাৎকারে অভিনয়ের বাইরে ব্যক্তিগত সময় কীভাবে কাটান—জানতে চাইলে তটিনী জানান, আগের মতো আর অবসর মেলে না।
তিনি বলেন, “টিভিসি করার সময়ে অনেক ফাঁকা সময় পেতাম। তখন ছবি আঁকতাম। নর্থ সাউথে পড়ার সময় মিউজিক করতাম, স্টেজেও উঠেছি। এখন কাজ এত বেশি যে নিজের জন্য সময় রাখাই কঠিন। শুটিং না থাকলে মায়ের সঙ্গেই সময় কাটাই।”
তটিনীকে নিয়ে বিতর্ক কম—এ প্রসঙ্গ উঠতেই হেসে ফেললেন তিনি। তার ভাষায়, “আমি তো ইন্ডাস্ট্রির মধ্যে সবচেয়ে কম বিতর্কিত!”
কীভাবে নিজেকে বিতর্ক থেকে দূরে রাখেন?
তটিনী বলেন, “আমার বিশ্বাস—যা রটে তার কিছু হলেও ঘটে। তাই নিজেকে সৎ রাখাই সবচেয়ে জরুরি। আমি যদি কোনো কিছু না-ই করি, তাহলে দর্শকও বুঝবেন। নিজেকে নিয়ন্ত্রণে রেখে চললে বিতর্ক হওয়ার কথা নয়।”
স্বল্প সময়ে জনপ্রিয়তা—এটিকে কীভাবে দেখছেন?
তটিনী মনে করেন, এ অর্জন তার কল্পনার বাইরে।
তিনি বলেন, “আমি তো কখনো ভাবিনি—আর্টিস্ট হব। আল্লাহ আমাকে যেটা দিয়েছেন, সেটা বড় আশীর্বাদ। দর্শক আমাকে ভালোবাসেন—এটাই সবচেয়ে বড় পাওয়া।”
জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে আরও বিনয়ী হওয়ার চেষ্টা করেন বলেও জানান তিনি।
“মাঝে মাঝে মনে হয়—অনেক কিছুই হঠাৎ বদলে গেছে। তাই যতই বড় হচ্ছি, তত চেষ্টা করি নিজের জায়গায় স্থির থাকতে, মানুষের সঙ্গে ভালো আচরণ করতে। আমি জনপ্রিয় হয়েছি—এভাবে ভাবার চেষ্টা করি না। নিজের মতো থাকতেই স্বাচ্ছন্দ্যবোধ করি।”

































