এবার পর্দায় ইমরান হাশমি আর দিশা পাটানির রসায়ন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২৫, ০২:১৮ পিএম
এবার পর্দায় ইমরান হাশমি আর দিশা পাটানির রসায়ন
দিশা পাটানি ও ইমরান হাশমি। ছবি: সংগৃহীত

১৮ বছর পর বলিউডের বহুল আলোচিত সিনেমা ‘আওয়ারাপন’-এর সিক্যুয়াল নিয়ে আসছে ভাট ক্যাম্প। নতুন ছবিতে আবারও ফিরছেন ইমরান হাশমি। আর এবার অভিনেত্রী শ্রিয়া সরণের জায়গায় নায়িকা হিসেবে থাকছেন দিশা পাটানি। এমনটা নিশ্চিত করেছেন প্রযোজক মুকেশ ভাট এবং পরিচালক নিতিন কাক্কর।

বলিউডে ‘কাল্ট’ সিনেমার তালিকা করতে গেলে ‘আওয়ারাপন’-এর নাম যে আসবেই, তা নিয়ে কোনও সন্দেহ নেই। মোহিত সুরি পরিচালিত, মুকেশ ভাট প্রযোজিত এই গ্যাংস্টার-ভিত্তিক ট্র্যাজিক লাভস্টোরি মুক্তি পাওয়ার পর প্রথম দিকে বক্স অফিসে তেমন কিছু ছাপ রাখতে পারেনি, তবে সময়ের সঙ্গে সঙ্গে দর্শকদের মনে জায়গা করে নিয়েছে স্থায়ী আসনে। আর সেই জনপ্রিয়তায় ভর করেই এবার আসছে এই ছবির সিক্যুয়েল- ‘আওয়ারাপন ২’!

Disha Patani To Be Paired Opposite Emraan Hashmi In Awarapan 2? All We  Know! | Hauterrfly
বলিউড হাঙ্গামার প্রতিবেদন অনুসারে, এমনটা নিশ্চিত করেছেন প্রযোজক মুকেশ ভাট এবং পরিচালক নিতিন কাক্কর। এবার মোহিত সুরি নয়, পরিচালকের আসনে বসছেন নীতিন কাক্কর। আর এ ছবিতে ইমরান হাশমির ‘শিবম পণ্ডিত’ চরিত্রে ফেরার খবরের পরই ভক্তদের উত্তেজনা তুঙ্গে। 

এখন জানা যাচ্ছে, এই ছবির নায়িকা হিসেবে যোগ দিচ্ছেন দিশা পাটানি।

সূত্রের খবর, প্রথম ছবির মতো সিক্যুয়েলও হবে এক তীব্র প্রেমকাহিনি, যেখানে গ্যাংস্টার দুনিয়ার অন্ধকার পটভূমিই তৈরি করবে গল্পের আসল উত্তেজনা। 

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!