অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব রয়েছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। এবার ছেলের জন্মদিনে এক আবেগঘন পোস্ট দিয়েছেন। যেখানে উল্লেখ করেছেন যে, ‘চেষ্টা করো ভালো মানুষ হতে।’
জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে চঞ্চল চৌধুরী লিখেছেন, ‘শুভ জন্মদিন বাবু। শৈশব রোদ্দুর শুদ্ধ, তোমাকে বুকে পিঠে আদরে সোহাগে আগলে রাখা ১৬ টা বছর। এটাই বাবা মা হিসেবে আমাদের সবচেয়ে বড় সুখ।’
তার কথায়, ‘এরপর ১৭,১৮,১৯,২০ এখন আর এগুলো শুধু মাত্র সংখ্যা নয় দ্বায়িত্ব আর নিজেকে গড়ে তোলার সিঁড়ি। যতটা সম্ভব উপরে উঠে যেও, কখনো নীচে নেমো না।’
চেষ্টা করো ভালো মানুষ হতে উল্লেখ করে আরও লিখেছেন, ‘দুনিয়াজুড়ে দিন দিন মানবিক মানুষের সংখ্যা কমছে। চেষ্টা করো ভালো মানুষ হতে, অনেক অনেক আদর বাবু।’ সঙ্গে জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমোজি।