• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

আর্মি স্টেডিয়ামে মঞ্চ মাতাবেন হাবিব-প্রীতম-হাসান


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২৩, ০২:৫৯ পিএম
আর্মি স্টেডিয়ামে মঞ্চ মাতাবেন হাবিব-প্রীতম-হাসান
চলো বাংলাদেশ কনসার্ট’। ছবি: সংগৃহীত

ভারতের মাটিতে চলমান বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ দলকে অনুপ্রেরণা যোগাতে ‘চলো বাংলাদেশ’ শীর্ষক কনসার্টের আয়োজন করা হয়েছে। দেশের জনপ্রিয় ব্যান্ড ও শিল্পীদের নিয়ে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এটি। এতে পারফর্ম করবেন ‘আর্টসেল’, ‘ক্রিপটিক ফেইট’, ‘ওয়ারফেজ’, ‘নেমেসিস’ ও ‘রাফা অ্যান্ড ফ্রেন্ডস’।

শুক্রবার(২০ অক্টোবর)  আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত কনসার্টে মঞ্চ মাতাবেন দেশের জনপ্রিয় চার গায়ক হাবিব ওয়াহিদ, হাসান, প্রীতম হাসান ও পান্থ কানাই। গ্রামীণফোনের উদ্যোগে আয়োজিত এই কনসার্টের মূল লক্ষ্য হলো জাতীয় দলের ক্রিকেটারদের উজ্জীবিত করা এবং মানুষের মাঝে ক্রিকেটের উন্মাদনা ছড়িয়ে দেওয়া।

কনসার্টটি উপভোগ করতে মাইজিপি অ্যাপে গিয়ে নিবন্ধন করতে হবে। প্রতিদিন রাত ১২টা থেকে টিকিট পোর্টালটি উন্মুক্ত থাকবে সীমিত সংখ্যক নিবন্ধনের জন্য।

এছাড়া সরাসরি দেখতে না পারলেও মুঠোফোনে কিংবা টেলিভিশনেও উপভোগ করা যাবে এই কনসার্ট। মাইজিপি অ্যাপ ও এনটিভিতে সম্প্রচার করা হবে আয়োজনটি।

Link copied!