• ঢাকা
  • শনিবার, ০৪ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫

অনন্তলোকে রকস্টার গ্যারি রসিনটন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ৬, ২০২৩, ০৩:৩৪ পিএম
অনন্তলোকে রকস্টার গ্যারি রসিনটন

১৯৬৪ সালের কথা। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় তিন কিশোর গঠন করেন ‘লিনার্ড স্কিনার্ড’ নামের এক রক ব্যান্ড। বিপুল জনপ্রিয়তা পায় এ গানের দল। ব্যান্ডটিকে দশকের পর দশক অ্যালবাম আর কনসার্টে তরুণরা লুফে নিয়েছেন। কিন্তু সব গান থেমে গেল এবার। অনন্তলোকে পাড়ি জমিয়েছেন ব্যান্ডের গিটারিস্ট ও গীতিকার গ্যারি রসিনটন। ৭১ বছর বয়সে তার এই চলে যাওয়া।

ব্যান্ডের প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্যে রসিনটনই একমাত্র বেঁচে ছিলেন। বাকি দুই সদস্য কয়েক বছর আগে মারা যান। দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন তিনি। ২০২১ সালে তার অস্ত্রোপচারও করা হয়।

২০০৬ সালে রক অ্যান্ড রোল হল অব ফ্রেমে জায়গা করে নিয়েছিল লিনার্ড স্কিনার্ড। ‘সুইট হোম অ্যালবামা’, ‘ফ্রি বার্ড’ -এর মতো বেশ কিছু হিট গান উপহার দিয়েছে রক ব্যান্ডটি।

চলতি বছরের ২১ জুলাই একটি ট্যুরের পরিকল্পনা করেছিলেন রসিনটন। ১৯৭৭ সালে এক বিমান দুর্ঘটনায় ব্যান্ডের অন্য দুই সদস্য দ্য জান্ট ও স্টিভ জেইনস মারা যান।

রক সংগীতপ্রেমীরা আজীবন মনে রাখবেন লিনার্ড স্কিনার্ডকে। সেই একাই ব্যান্ডটি ধরে রাখার কৃতিত্বধারী রসিনটনও রইবেন তাদের স্মৃতিতে উজ্জ্বল হয়ে।

 

Link copied!