• ঢাকা
  • শনিবার, ০৪ অক্টোবর, ২০২৫, ১৯ আশ্বিন ১৪৩২, ১১ রবিউস সানি ১৪৪৭

চাচি হেসে বললেন, তোমাকে আমার ভালো লাগছে টাকা লাগবে না: নিলয় আলমগীর


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৩, ২০২৫, ০৯:২০ এএম
চাচি হেসে বললেন, তোমাকে আমার ভালো লাগছে টাকা লাগবে না: নিলয় আলমগীর

ইউটিউবকেন্দ্রিক নাটকে ব্যস্ত সময় পার করছেন জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর। হিমির সঙ্গে তার জুটি দর্শকের কাছে বেশ সমাদৃত হলেও সম্প্রতি তিনি অভিনয় করেছেন ‘সুইট প্রেমিক’ নামের একটি নতুন নাটকে। এতে তার সঙ্গে আছেন তানিয়া বৃষ্টি, শান্তি রহমান, অর্পা, স্নেহা, অরিন, অন্বেষা, মনিরা মিঠু ও মাসুম বাসারসহ আরও অনেকে।

নাটক ছাড়াও সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভিন্নধর্মী পোস্টের জন্যও নিলয় আলোচনায় থাকেন।

সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে একটি ছবি শেয়ার করে তিনি লিখেছেন, “চাচিকে বললাম, চুল কাটা ভালো না হলে টাকা দেব না। তখন চাচি হেসে বললেন— তোমাকে আমার ভালো লাগছে, টাকা লাগবে না, তবে ডলার দিয়ো।” এই মন্তব্য ভক্তদের কাছে বেশ হাস্যরসের জন্ম দিয়েছে।

২০০৯ সালে এনটিভি, বিএফডিসি ও মার্কেট অ্যাকসেস গ্রুপ আয়োজিত ‘ফেয়ার অ্যান্ড লাভলী সুপার হিরো সুপার হিরোইন’ প্রতিযোগিতার মাধ্যমে শোবিজ অঙ্গনে আসেন নিলয়। এরপর মাসুদ কায়নাত পরিচালিত ‘বেইলী রোড’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন তিনি।

বর্তমানে অভিনয়ের পাশাপাশি ভ্রমণ ও ব্যক্তিগত অভিজ্ঞতাও নিয়মিতভাবে ভক্তদের সঙ্গে শেয়ার করছেন এই তারকা।

Link copied!