• ঢাকা
  • শনিবার, ০৪ অক্টোবর, ২০২৫, ১৯ আশ্বিন ১৪৩২, ১১ রবিউস সানি ১৪৪৭
আবেদনময়ী ছবি দিয়ে বললেন ফারিয়া

‘চোখের জন্য খুব বেশি হয়ে গেল? স্ক্রল করো প্রিয়’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৪, ২০২৫, ০২:৫৫ পিএম
‘চোখের জন্য খুব বেশি হয়ে গেল? স্ক্রল করো প্রিয়’

তপ্ত রোদ আর নীল সমুদ্রের ঢেউ— ঠিক এমনই এক রোমাঞ্চকর মুহূর্তে নিজেকে প্রকাশ করলেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। শনিবার সকালে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে সমুদ্রপাড়ের কিছু ছবি শেয়ার করতেই যেন ঝড় ওঠে নেটদুনিয়ায়।

কালো রঙের বিকিনি ও স্কার্ট-স্টাইল আউটফিটে আত্মবিশ্বাসী ফারিয়া হাজির হয়েছেন একেবারে ভিন্ন রূপে। খোলা চুল, হালকা সাজ আর সূক্ষ্ম গয়নায় তার এই আবেদনময় উপস্থিতি মুহূর্তেই দৃষ্টি কেড়েছে ভক্তদের।

ছবিগুলোর ক্যাপশনে ফারিয়া লিখেছেন, চোখের জন্য খুব বেশি হয়ে গেল? তাহলে স্ক্রল করো, প্রিয়।

তার এই কথায় অনেকেই খুঁজে পেয়েছেন এক ধরনের বার্তা— অন্যের দৃষ্টিভঙ্গির তোয়াক্কা না করে নিজের পছন্দমতো বাঁচার সাহস।

ছবি প্রকাশের পর মুহূর্তেই ভরে যায় মন্তব্যে। কেউ প্রশংসা করেছেন তার ফিটনেস ও আত্মবিশ্বাস, কেউ আবার বলেছেন, কালো রঙে তোমার লুক যেন আরও জ্বলজ্বলে।
আরেক অনুরাগীর মন্তব্য, “তোমার আত্মবিশ্বাস সত্যিই অনুপ্রেরণাদায়ক!

বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন নুসরাত ফারিয়া। ব্যস্ততার ফাঁকেই কখনো ওয়েস্টার্ন, কখনো ফিউশন কিংবা একেবারে ক্যাজুয়াল সাজে ভক্তদের চমকে দিচ্ছেন তিনি। প্রতিবারের মতো এবারও তার নতুন এই লুক নেটিজেনদের মধ্যে তৈরি করেছে নতুন সাড়া।

Link copied!