জনপ্রিয় সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমা দুই দশকেরও বেশি সময় ধরে বাংলা গানের ভুবনে নিজের অবস্থান ধরে রেখেছেন। এক সময় সংগীত প্রতিযোগিতা থেকে উঠে আসা এই কণ্ঠশিল্পী নিয়মিত গান করছেন, স্টেজ শো নিয়ে রয়েছেন ব্যস্ত সময় পার করছেন। তবে দীর্ঘদিন ধরে তাকে সিনেমার গানে পাওয়া যাচ্ছিল না। সম্প্রতি সেই বিরতি ভেঙে ফিরলেন রুপালি পর্দার গানে।
এক সাক্ষাৎকারে সালমা জানান, অনেক বছর পর ‘নন্দিনী’ সিনেমায় আমার গাওয়া একটি গান প্রকাশ পেয়েছে। গানটি আসলে গেয়েছি প্রায় পাঁচ বছর আগে, সিনেমাটি সম্প্রতি মুক্তি পেয়েছে। যারা শুনেছেন তারা প্রশংসা করছেন, এটা আমার জন্য খুব আনন্দের।
সিনেমার গানে অনিয়মিত হওয়ার কারণ জানতে চাইলে সালমা বলেন, আসলে সিনেমার গানে এখন আর তেমন প্রস্তাব পাই না। অনেকটাই যোগাযোগের অভাব। বর্তমান অনেক সংগীত পরিচালকের সঙ্গেই আমার কাজ হয়নি। তবে আমি দুঃখ পাই না। আমার ঝুলিতে ত্রিশটিরও বেশি সিনেমার গান আছে। মূলত ফোক ঘরানার গানই বেশি করি। এখন দেখি সিনেমায় ফোক গানও গাইছেন মূলত আধুনিক ধারার শিল্পীরা। আমাদের কাছেও এসব প্রস্তাব আসতে পারত, কিন্তু আসেনি। তবুও কোনো অভিযোগ নেই।
তিনি যোগ করেন, আমি স্টেজ শো এবং একক গান নিয়েই ব্যস্ত। শ্রোতারা যেভাবে ভালোবাসা দিচ্ছেন, সেটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি।
বর্তমান সময়ে গান শুধু শোনা নয়, দেখা হয়— এমন বাস্তবতায় সালমা বলেন, সময় বদলেছে, আমরাও বদলেছি। সবকিছু এখন ডিজিটাল। গানের ভিডিও এখন শ্রোতাদের কাছে আরও আকর্ষণীয় হয়ে উঠেছে। এটা আমাদের জন্য ইতিবাচক, তবে নেতিবাচক দিকও আছে। সব কিছুই নির্ভর করছে আমাদের ব্যবহারের ওপর।
দেশ-বিদেশের স্টেজ শো এবং নতুন গান নিয়ে সামনের দিনগুলোতেও ব্যস্ত থাকবেন সালমা। তার কণ্ঠে আরও কিছু মৌলিক গান আসছে বলেও জানান তিনি।