বলিউডের জনপ্রিয় অভিনেতা ববি দেওল প্রায় তিন দশকেরও বেশি সময় ধরে আছেন অভিনয়ের জগতে। বাবা ধর্মেন্দ্রর হাত ধরে রূপালি পর্দায় পা রাখেন তিনি। শুরুটা ছিল দুর্দান্ত—হিট ছবির পর হিট। কিন্তু সময়ের সঙ্গে বদলে যায় ভাগ্যের গতিপথ। একসময় কাজ পাওয়া বন্ধ হয়ে যায়, প্রযোজক-পরিচালকেরা মুখ ফিরিয়ে নেন।
তবু হাল ছাড়েননি ববি। সাম্প্রতিক সময়ে ‘অ্যানিম্যাল’-এ আবরার চরিত্রে তার অনবদ্য অভিনয় নতুন করে ফিরিয়ে এনেছে আলোচনায়। এখন দর্শকরা আগ্রহভরে অপেক্ষা করছেন আরিয়ান খান পরিচালিত ‘ব্যাডস অফ বলিউড’-এ তার পরবর্তী উপস্থিতির জন্য।
এক সাক্ষাৎকারে ববি দেওল খোলাখুলি জানিয়েছেন, জীবনের কঠিন সময়ে কীভাবে সংগ্রাম করেছেন তিনি। তার ভাষায়,
“আমি পরিচালক-প্রযোজকদের কাছে কাজ চাইতে যেতাম। বলতাম, কাজ না দিন, অন্তত আমায় মনে রাখুন!”
তবে হতাশার মাঝেও নিজের ওপর বিশ্বাস হারাননি তিনি।
“আমি কখনো হাল ছাড়িনি। মনে হয়েছিল, আমি একদিন আবার উঠে দাঁড়াতে পারব। কেউ যেন ভিতর থেকে আমাকে শক্তি জুগিয়েছিল,” — বলেন ববি দেওল।
আজ সেই বিশ্বাসই তার পুনর্জাগরণের পথ দেখিয়েছে। ববি দেওল আবারও প্রমাণ করেছেন—যে সত্যিকারের শিল্পী, সে একদিন না একদিন নিজের জায়গায় ফিরে আসে।