ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী শুধু অভিনয় নয়, ভ্রমণ ও আরামের অভিজ্ঞতাকেও জীবনের গুরুত্বপূর্ণ অংশ করে নিয়েছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ভ্রমণের আনন্দ তার জন্য কতটা মূল্যবান এবং বিশেষভাবে থাইল্যান্ডের বডি ম্যাসাজ কীভাবে তাকে মুগ্ধ করেছে।
উর্বী বলেন, “প্রতি বছর অন্তত একবার থাইল্যান্ডে যেতে ইচ্ছে করে। কারণ থাইল্যান্ডের বডি ম্যাসাজ একেবারেই আলাদা। অনেক সময় ম্যাসাজ নিতে নিতে ঘুমিয়ে গেছি। বাংলাদেশে দাম তুলনামূলক বেশি হলেও থাইল্যান্ডে শুধু শরীরের ক্লান্তিই দূর হয় না, মনও অনেকটা শান্ত হয়।”
অভিনয়ের ক্ষেত্রেও উর্বী বর্তমানে আলোচনায়। সম্প্রতি মুক্তি পাওয়া নাটক ‘তরী আমার হঠাৎ ডুবে যায়’ দর্শকের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। চয়নিকা চৌধুরীর পরিচালনায় এতে উর্বীর পাশাপাশি অভিনয় করেছেন তাসনুভা তিশা ও প্রান্তর দস্তিদার।
নাটকটির গল্প, সংলাপ ও দৃশ্যধারণ দর্শকদের আবেগ ছুঁয়ে গেছে। বিশেষ করে উর্বীর অভিনয় প্রশংসা কুড়িয়েছে দর্শক-সমালোচক সবার কাছে। তার চরিত্রের আবেগময় উপস্থাপন ও স্বাভাবিক অভিনয় নাটকটিকে আরও জীবন্ত করে তুলেছে।
চয়নিকা চৌধুরীর দক্ষ পরিচালনা এবং শিল্পীদের নিবেদিত অভিনয়ের মেলবন্ধনে নাটকটি পরিণত হয়েছে এক অনন্য অভিজ্ঞতায়, যা সামাজিক যোগাযোগমাধ্যমেও ভাইরাল হয়েছে।