• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ১০ আশ্বিন ১৪৩২,
  • ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

একে একে দেশ ছাড়ছেন চলচ্চিত্রের নায়কেরা, ভবিষ্যৎ নিয়ে শঙ্কা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২৫, ০৪:০৮ পিএম
একে একে দেশ ছাড়ছেন চলচ্চিত্রের নায়কেরা, ভবিষ্যৎ নিয়ে শঙ্কা

সাম্প্রতিক সময়ে দেশীয় চলচ্চিত্রের একাধিক পরিচিত মুখ অভিনয়শিল্পী দেশ ছেড়েছেন। প্রথম সারির নায়ক জায়েদ খান, সাইমন সাদিক, ইমন, অমিত হাসান, আমিন খান ও আলেকজান্ডার বো ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রে গেছেন। সর্বশেষ যোগ দিয়েছেন অভিনেতা বাপ্পি চৌধুরী।

শাকিব ফিরলেও বাকিরা অনিশ্চিত

নায়ক শাকিব খান কয়েক মাস যুক্তরাষ্ট্রে অবস্থান শেষে সম্প্রতি দেশে ফিরেছেন। তিনি শিগগিরই নতুন চলচ্চিত্রের শুটিংয়ে যোগ দেবেন বলে জানা গেছে। তবে অন্যরা বেশিরভাগই ফেরার পরিকল্পনা করছেন না। কেউ স্থায়ী হওয়ার চেষ্টা করছেন, কেউ চাকরিতে, আবার কেউ সাংস্কৃতিক অনুষ্ঠান বা মঞ্চে পারফর্ম করছেন।

সিনেমা হল বন্ধ, এফডিসিতে স্থবিরতা

একদিকে শিল্পীরা বিদেশে পাড়ি জমাচ্ছেন, অন্যদিকে এফডিসিতে বড় বাজেটের চলচ্চিত্রের শুটিং নেই বললেই চলে। বর্তমানে ৯ নম্বর ফ্লোরে শুধু ‘তছনছ’ নামের একটি ছবির শুটিং চলছে। এদিকে একে একে সিনেমা হলও বন্ধ হয়ে যাচ্ছে। সম্প্রতি যশোরের মণিহার, বগুড়ার মধুবন ও লায়নসসহ কয়েকটি হল কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছে।

কে কোথায়

জায়েদ খান মামলা এড়াতে যুক্তরাষ্ট্রে থেকে সাংস্কৃতিক আয়োজনে যুক্ত আছেন, ফেরার পরিকল্পনা নেই।
সাইমন সাদিক নিউইয়র্কে চাকরি করছেন, মন্তব্যে রাজি নন।
ইমন পরিবারসহ গেছেন, জানিয়েছেন ফিরবেন তবে কিছুটা সময় লাগবে।
অমিত হাসানও চাকরিতে যুক্তরাষ্ট্রে।
আমিন খান ও আলেকজান্ডার বো অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে; আলেকজান্ডার বো মূলত কারাতেতে ব্যস্ত, দেশে ফেরার কোনো ইঙ্গিত নেই।
বাপ্পি চৌধুরী হঠাৎ দেশ ছাড়ায় অনেকেই বিস্মিত হয়েছেন; তাঁর যুক্তরাষ্ট্র যাত্রার কারণ এখনও পরিষ্কার নয়।
কাজী মারুফ দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রে স্থায়ী, দেশে ফেরার পরিকল্পনা নেই।

ভবিষ্যতের প্রশ্ন

একদিকে একের পর এক সিনেমা হল বন্ধ হচ্ছে, অন্যদিকে প্রথম সারির নায়কেরা দেশ ছাড়ছেন। ফলে দর্শক ও নির্মাতাদের মনে বড় প্রশ্ন—দেশীয় চলচ্চিত্র কি আবারও ঘুরে দাঁড়াতে পারবে?

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!