আবারও ব্যস্ত সময় কাটাচ্ছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। সম্প্রতি একটি নতুন নাটকে তিনি অভিনয় করছেন ‘মায়া’ চরিত্রে, যেখানে তাঁকে দেখা যাবে বিয়ের সাজে, কনে রূপে।
শুটিং সেটে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নাটকের কাহিনি প্রসঙ্গে তানিয়া বলেন, “নাটকে আমার বিয়ে হচ্ছে। অনেক দিন পর আবার সিরিয়াল করছি। গল্পটা খুবই সুন্দর, একেবারেই পারিবারিক গল্প। স্ক্রিপ্টটা পড়েই ভালো লেগেছিল।”
বিয়ের দৃশ্যে কনের চরিত্রে অভিনয় করার অভিজ্ঞতা তাঁর আগে থেকেই আছে। এ প্রসঙ্গে তিনি বলেন, “এর আগে এতবার আমার অন-স্ক্রিন হলুদ হয়েছে! সব মিলিয়ে ডিফারেন্ট কিছু না। তবে প্রত্যেকটা চরিত্র তো আলাদা, সেখান থেকেই ভালো লাগছে।”
কথোপকথনের এক পর্যায়ে তানিয়া বৃষ্টি ব্যক্তিগত অভিজ্ঞতার সঙ্গে নাটকের চরিত্রের মিল খুঁজে বলেন,
“বিয়ের আগের দিনের ফিলিংস যদি ভালোবাসার মানুষের সঙ্গে হয়, তাহলে সেটা খুব সুন্দর। তবে অ্যারেঞ্জ ম্যারেজ হলেও ভিন্ন রকম এক্সাইটমেন্ট থাকে। যেমন, এই গল্পে আমার বিয়েটা অ্যারেঞ্জ। মায়া একদিকে নার্ভাস, অন্যদিকে উচ্ছ্বসিত—এক নতুন পরিবার পেতে যাচ্ছে।”
তানিয়া আরও যোগ করেন, “নিজের পরিবার ছেড়ে নতুন পরিবারে যাওয়া—সেটা মানিয়ে নেওয়া কতটা সম্ভব, সামনে কী হতে যাচ্ছে—এই প্রশ্নগুলো মায়ার মনে ঘুরপাক খায়। চরিত্রটির এই দ্বিধা-দ্বন্দ্ব ফুটিয়ে তুলতে কাজটা উপভোগ করছি।”