ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা নিয়মিত কাজ করছেন নাটক, ওয়েব কনটেন্ট ও চলচ্চিত্রে। সরকারি অনুদানের দুটি সিনেমার কাজ শেষ করেছেন তিনি। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সরব এই তারকা।
বুধবার দুপুরে এক ফেসবুক লাইভে ভক্তদের সঙ্গে আলাপকালে প্রভা জানতে পারেন, তার ছবি ব্যবহার করে একাধিক ভুয়া প্রোফাইল চালানো হচ্ছে। এ প্রসঙ্গে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “হ্যাঁ, অনেকগুলো ফেক আইডি দেখেছি। কালকেও একটা দেখলাম। এমনকি ওই আইডি থেকে আমার ছবিসহ পোস্ট দিয়ে লেখা হয়েছে—‘আইডির রিচ কমে গেছে, সবাই কমেন্টে সাড়া দিন’। এগুলো মোটেই আমার নয়।”
নকল প্রোফাইল চালানো ব্যক্তিদের উদ্দেশে প্রভা বলেন, “আপনাদের কি কোনো যোগ্যতা নেই যে আমার ছবি বা কাজ দিয়ে ফেক করতে হবে? আল্লাহ সবাইকে কোনো না কোনো গুণ দিয়ে পাঠিয়েছেন, সেটা কাজে লাগান। কিন্তু এসব নকল প্রোফাইল বন্ধ করুন।”
তিনি আরও জানান, তার নামে খোলা ভুয়া প্রোফাইল থেকে যদি কেউ রাজনৈতিক মন্তব্য, দেশবিরোধী বক্তব্য বা অর্থ দাবি করে, তবে তা যেন কেউ বিশ্বাস না করেন।
প্রভার ভাষায়, “আমার নামের প্রোফাইল ব্যবহার করে যদি কেউ এমন কিছু করে, সেটা আমি নই। আপনারা দয়া করে বিচার করবেন না।”
ভুয়া প্রোফাইল দেখলে যেন রিপোর্ট করা হয় এবং শুধুমাত্র তার অফিসিয়াল পেজ বা ভেরিফায়েড আইডি থেকেই যোগাযোগ রাখতে ভক্তদের অনুরোধ করেছেন এই অভিনেত্রী।