• ঢাকা
  • সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫, ৭ আশ্বিন ১৪৩২,
  • ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

ডিভোর্সের পর নতুন শুরু? মাহিয়া মাহির পাশে আবারও জায়েদ খান


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২৫, ১০:৩১ এএম
ডিভোর্সের পর নতুন শুরু? মাহিয়া মাহির পাশে আবারও জায়েদ খান

ঢালিউডের আলোচিত জুটি জায়েদ খান আর মাহিয়া মাহি আবারও শিরোনামে। বহুদিন ধরেই তাদের নিয়ে প্রেমের গুঞ্জন চললেও সাম্প্রতিক সময়ে বিষয়টি আরও বেশি আলোচনায় এসেছে।

বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এই দুই তারকা। ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় একসঙ্গে ঘুরে বেড়ানোর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এবার নতুন খবর— আগামী ২৫ অক্টোবর যুক্তরাষ্ট্রের মিশিগানে একটি ওয়েডিং সেলিব্রেশনে একসঙ্গে হাজির হবেন জায়েদ ও মাহি।

এর আগে বিভিন্ন প্রোগ্রামে পাশাপাশি হাজির হয়ে ভক্তদের কল্পনায় আগুন ধরিয়েছিলেন তারা। হাসি–ঠাট্টা আর প্রাণবন্ত উপস্থিতিতে সেই সময়ের গুঞ্জন হয়ে উঠেছিল টক অব দ্য টাউন।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের একটি ঘরোয়া অনুষ্ঠানে পাশাপাশি বসে হাস্যোজ্জ্বল ছবি ছড়িয়ে পড়তেই আবারও গুঞ্জন শুরু— ‘তাহলে কি পুরোনো প্রেম আবারও রঙিন হয়ে উঠছে?’

তবে জায়েদ খান বিষয়টি উড়িয়ে দিয়েছেন। তার দাবি, ‘সবই ভুয়া খবর।’ অন্যদিকে, ডিভোর্সের পর মাহি এখন স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রেই সময় কাটাচ্ছেন।

এ নিয়ে ঢালিউডপ্রেমীদের মধ্যে চলছে আলোচনা— তারা কি কেবল সহকর্মী, নাকি পুরোনো প্রেম সত্যিই নতুন করে রঙিন হচ্ছে?

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!