বড় পর্দায় অভিষেক ঘটতে যাচ্ছে ছোট পর্দার জনপ্রিয় নায়িকা তানজিন তিশার। শাকিব খানের আসন্ন সিনেমা ‘সোলজার’-এ দেখা যাবে তাকে।
যদিও এখন পর্যন্ত এ বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন নায়িকা থেকে পরিচালক সবাই।
এও খবর, এখন পর্যন্ত মৌখিকভাবে চূড়ান্ত হলেও আগামী সপ্তাহেই সিনেমাটির জন্য চুক্তিবদ্ধ হবার কথা রয়েছে তিশার। এর পরই সেপ্টেম্বরের মাঝামাঝিতে ক্যামেরার সামনে দাঁড়াবেন বলে ঘনিষ্ঠ সূত্রে খবর।
সম্প্রতি একটি অনুষ্ঠানে শাকিবের সঙ্গে সিনেমা করা প্রসঙ্গে প্রশ্নের উত্তরে তানজিন তিশা বলেন, ‘আমার দর্শকরা যেটা চান, আমিও সেটা চাই।
আমি সব সময় অপেক্ষা করেছি খুব ভালো বাজেটের কাজের। চেষ্টা করি, বেছে বেছে কোয়ালিটি সম্পন্ন কাজগুলোর সঙ্গে থাকার। খুব তাড়াতাড়ি আমাকে সিনেমায় দেখা যাবে।’