• ঢাকা
  • শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২, ৬ রবিউল আউয়াল ১৪৪৬

‘তাণ্ডব’-এর পর কেন চুপ ছিলেন, জানালেন সাবিলা নূর


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২৯, ২০২৫, ০৪:৫৩ পিএম
‘তাণ্ডব’-এর পর কেন চুপ ছিলেন, জানালেন সাবিলা নূর
সাবিলা নূর

‘তাণ্ডব’ সিনেমায় শাকিব খানের বিপরীতে নায়িকা ছিলেন সাবিলা নূর। চলচ্চিত্রটির প্রচারণামূলক বিভিন্ন ইভেন্টে তার সংযমী আচরণ নিয়ে সমালোচনা শোনা গিয়েছিল। কেউ বলেছিলেন, সাবিলা স্বতঃস্ফূর্ত ছিলেন না, কেউ বলেছিলেন ভিন্ন কথা।

কেন সাবিলা চুপ ছিলেন এসব ইভেন্টে, সেই প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি প্রথমবারের মতো মাছরাঙা টেলিভিশনের জনপ্রিয় পডকাস্ট শো ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-এ।

শোতে বিশেষ অতিথি হিসেবে সাবিলা নূর জানিয়েছেন, ২০১৭ সালে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে দীর্ঘ সময় কাজ থেকে বিরতি নিয়েছিলেন। এরপর ফিরে এসে তিনি দ্বিগুণ উদ্যমে পড়াশোনা করে ভালো ফল অর্জন করেছিলেন। তিনি শাকিব খানের সঙ্গে ক্যামেরার বাইরে কাজ করার কিছু চমকপ্রদ অভিজ্ঞতার কথাও শেয়ার করেছেন।

তাণ্ডবে শাকিব খান ও সাবিলা নূর। পরিচালনায়: রায়হান রাফী

এ ছাড়া গেল বইমেলায় প্রকাশ পেয়েছে সাবিলা নূরের লেখা ছোটগল্পের বই ‘ভালোবাসা অতঃপর’। এর আগে তিনি নাটক ‘হৃদিকা’, ‘পারাপার’ ও ‘মুখোমুখি অন্ধকার’ এর গল্পও লিখেছিলেন। পডকাস্টে সাবিলা জানিয়েছেন, তিনি কবিতা লেখেন—মন ভালো থাকলে লেখেন, খারাপ থাকলেও লেখেন। এ ছাড়া লেখালেখি নিয়ে তার ভবিষ্যৎ পরিকল্পনার কথাও শোনানো হয়েছে।

Link copied!