২০ ধরে একটাও সিনেমা নেই। বিষয়টি সাদিয়া জাহান প্রভার মন খারাপের কারণ হতো। সহকর্মী ও কাছের মানুষেরা মনে করতেন, এই অভিনেত্রীকে কখনোই হয়তো আর সিনেমায় দেখা যাবে না। অভিনয়শিল্পী হিসেবে নিজেও ধরেই নিয়েছিলেন সিনেমায় তার ভাগ্য মন্দ। এ কারণে সিনেমায় শুটিং করেই সুখবরটি দিলেন এ অভিনেত্রী।
প্রভার সিনেমাটির নাম ‘দুই পয়সার মানুষ’। পরিচালনা করছেন ঝুমুর আসমা। জুঁই নামেই যিনি পরিচিত বেশি। ২৫ আগস্ট থেকে সিনেমাটির শুটিং শুরু করেছেন প্রভা। তবে সিনেমার শুটিং আরও আগেই শুরু হয়েছে। প্রথমবার সিনেমায় নাম লেখানো নিয়ে প্রভা বলেন, ‘দিন শেষে শিল্পীরা কাজ দিয়েই তো বেঁচে থাকতে চান। সেখানে সিনেমার কাজের গুরুত্ব অনেক বেশি। আমার দীর্ঘদিনের স্বপ্ন ছিল সিনেমায় নাম লেখানো। গল্প, চরিত্র, ইউনিট, সব মিলিয়ে হচ্ছিল না। সেটা পূরণ হলো।’
গ্রামে বেড়ে ওঠা একটি মেয়ের গল্প নিয়ে ‘দুই পয়সার মানুষ’। যে আইন নিয়ে পড়াশোনা করেছে। যার পরিবার শিক্ষিত ও প্রভাবশালী। যাকে একসময় নানা প্রতিবন্ধকতায় পড়তে হয়। সেই মেয়ে হয়েই পর্দায় আসছেন প্রভা। সিনেমাটিতে চুক্তি করে গ্রুমিং করতে হয়েছে। শুটিংয়ের জন্য দীর্ঘ সময় ধরে প্রস্তুতি নিতে হয়েছে। প্রথমবার, তাই কোমর বেঁধেই নেমেছেন এ অভিনেত্রী। নিজের সবটা দিয়ে কাজটি করতে চান।
সিনেমার নায়িকা হিসেবে অভিজ্ঞতা কেমন হলো? প্রশ্ন শুনেই হাসলেন প্রভা, বলেন, ‘নাটকের পরে সিনেমার নায়িকা হিসেবে সম্পূর্ণ ভিন্ন এক অভিজ্ঞতা হলো। সিনেমায় নাম না লেখালে এই অভিজ্ঞতা অজানাই রয়ে যেত।
প্রভা বলেন, “আমি তো আগে জানতামই না নায়িকাদের এত এত খাতির করে। শুটিং সেটে আপ্যায়নের শেষ নেই। নায়িকাদের খাবারদাবার কোনো কিছুর অভাব ছিল না। না চাইতেই সব চলে আসে। বলা যায়, গায়ে একটু রোদও লাগার সুযোগ নেই। সারাক্ষণ প্রোডাকশন সহকারীরা ছাতা ধরে রাখে। আমি যেখানেই যাই, সেখানেই ছাতা। কী লাগবে সারাক্ষণ জানতে চায়। বুঝতে পারলাম, সিনেমাতে নায়িকাদের খাতির বেশিই করে। এই সম্মানটা আমার কাছে ভালো লেগেছে। শুটিং ইউনিটের পরিচালক, প্রযোজকদের এ জন্য আমার কৃতজ্ঞতা।”