টি-টোয়েন্টি যেন রেকের্ডের খেলা। তবে শনিবার যা হয়েছে, তা এর আগে স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে কখনো ঘটেনি। এক ওভারে ৩১ রান, এরপরের ওভারে ৪০ রান এনে রীতিমতো তোলপাড় ফেলে দিয়েছেন সালমান নিজার নামের ভারতীয় এক ক্রিকেটার।
ভারতের ঘরোয়া লিগ কেরালা টি-টোয়েন্টি লিগে অনন্য এক ইতিহাস গড়েছেন কালিকাট গ্লোবস্টারের হয়ে খেলা সালমান নিজার। বাঁহাতি এই ব্যাটসম্যান নিজের নামের পাশে লিখিয়েছেন অনন্য রেকর্ড।
এক ওভারে ৫ ছক্কা এবং এরপরের ওভারে ৬ ছক্কা মেরে টানা ১২ বলে ১১ ছক্কা মারার অনন্য এক ইতিহাস গড়েছেন সালমান নিজার।
শনিবার তিরুঅনন্তপুরমে আদানি ত্রিবান্দ্রাম রয়্যালস ও কালিকাট গ্লোবস্টারসের মধ্যকার ম্যাচে এই রেকর্ডের দেখা মিলেছে।
আগে ব্যাট করতে নেমে কালিকাট ১৮ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১১৫ রান তুলেছিল। এরপর ১৯তম ওভার থেকে শুরু হয় সালমান নিজার-ঝড়।
আইপিএল খেলা বাসিল থাম্পির ১৯তম ওভারে প্রথম ৫ বলে ৫ ছক্কা হাঁকান সালমান। শেষ বলে ১ রান নিয়ে প্রান্ত বদল করেন। ৩১ রান নেওয়ার পর ২০তম ওভারে অভিজিত প্রবিনের ৬ বলে ৬ ছক্কা হাঁকান সালমান। শেষ ওভারে ১টি ওয়াইড ও নো বল থেকে আরও ২ রান নেন এই বাঁহাতি। ৪০ রানের সেই ওভার শেষ হয় ৮ বলে।
শেষ দুই ওভারে ৭১ রানের তাণ্ডবে ১৮৬ রানের সংগ্রহ পায় কালিকাট। রেকর্ড ইনিংস খেলার পথে ২৬ বলে ১২ ছক্কায় ৮৬ রান করেন নিজার। ইতিহাস গড়ার এই ম্যাচ ১৩ রানে জিতেছে কালিকাট।
এর আগে ভারতীয় ক্রিকেটার হিসেবে যুবরাজ সিং এক ওভারে ৬ ছক্কায় ৩৬ রান তুলেছিলেন। একই কৃতিত্ব ছিল রবি শাস্ত্রীরও। ঘরোয়া ক্রিকেট হলেও ভারতীয় ক্রিকেটার হিসেবে সেই সব রেকর্ড টপকে গেছেন সালমান। শেষ দুই ওভারে ৭১ রান তোলার এমন কীর্তি এর আগে বিশ্বের কোনো স্বীকৃত ম্যাচে ঘটেনি।