• ঢাকা
  • রবিবার, ০২ নভেম্বর, ২০২৫, ১৬ কার্তিক ১৪৩২, ১০ জমাদিউল আউয়াল ১৪৪৭

এবার পপিকে নিয়ে যা বললেন ওমর সানী


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৫, ১২:২৫ পিএম
এবার পপিকে নিয়ে যা বললেন ওমর সানী
ওমর সানী, পপি। ছবি: সংগৃহীত

জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। ভাই-বোনাদের জমি দখলের অভিযোগের ঘটনাকে কেন্দ্র করে আলোচনায় রয়েছেন এই নায়িকা।

লুকিয়ে বিয়ে করায় দীর্ঘদিন ধরেই মিডিয়ার আড়ালে ছিলেন অভিনেত্রী। তবে জমিসংক্রান্ত বিবাদে প্রকাশ্যে আসেন তিনি। বাবার জমি একাই ভোগ করতে চান পপি এমন অভিযোগ করে থানায় জিডি করেছে পপির পরিবার। সেই সংবাদে এখন ভাইরাল পপি।

পরিবারের অভিযোগ প্রসঙ্গে সম্প্রতি এক ভিডিও বার্তা প্রকাশ করেছেন পপি। জানিয়েছেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা। জমিটি তিনি আগেই কিনেছিলেন। তার পরিবার সেটি ভোগ করছে। এমনকী পরিবারের সদস্যদের অনেক অত্যাচারের শিকার তিনি।

এদিকে পপির প্রকাশ্যে আসার পর তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেছেন চিত্রনায়ক ওমর সানী।

শুভকামনা জানিয়ে ফেসবুকে ওমর সানী লিখেছেন, ‘তোর প্রতি অনেক শ্রদ্ধা সম্মান, যোগাযোগ রাখিস না সেটা অন্য কথা কিন্তু আমাদের দোয়া তোর জন্য মাটি থেকে আকাশ অবধি, আল্লাহ তোকে ভালো রাখুক। আর যে কোনো সমস্যা ঠান্ডা মাথায় মোকাবেলা করিস।’

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!