• ঢাকা
  • সোমবার, ০৩ নভেম্বর, ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৭

গুঞ্জন হলো সত্যি, সেই কামালই নায়িকা পপির স্বামী


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৫, ১২:২৪ পিএম
গুঞ্জন হলো সত্যি, সেই কামালই নায়িকা পপির স্বামী
আদনান ও পপি

একসময়ের জনপ্রিয় অভিনেত্রী সাদিকা পারভিন পপির বিয়ে নিয়ে গুঞ্জন শোনা গিয়েছিল বছরখানেক আগে। ওই সময় জানা যায় এই অভিনেত্রী বিয়ে করেছেন। তার স্বামী জাহাজ ব্যবসায়ী আদনান উদ্দিন কামাল। তবে কামাল বিষয়টি তখন অস্বীকার করায় ধামাচাপা পড়ে যায়।

এবার জানা গেল সেই কামালই পপির স্বামী। জানা গেছে, লুকিয়ে বিয়ে করায় দীর্ঘদিন ধরেই মিডিয়ার আড়ালে ছিলেন অভিনেত্রী পপি। পারিবারিক কারণে নিজেকে ‘গৃহবন্দি’ করেছিলেন এই নায়িকা। স্বামীর পরিবার পপিকে তখনো মেনে নেয়নি বলে অনেকটা গৃহবন্দি সময় কাটাচ্ছিলেন তিনি।

খোঁজ নিয়ে জানা গেছে, পপি দীর্ঘ ছয় বছরের বেশি সময় হলো জাহাজ ব্যবসায়ী আদনান উদ্দিন কামালকে বিয়ে করেছেন। তাদের সংসারে (আয়াত) নামে একটি পুত্রসন্তানও রয়েছে। ব্যক্তিজীবনে ব্যবসায়ী কামাল বিবাহিত। তার তিনটি সন্তানও রয়েছে।

বছরখানেক আগে বিয়ের গুঞ্জন উঠলে, পপির সঙ্গে বিয়ের খবর তার স্ত্রী উপভোগ করছেন বলেও মন্তব্য করেন আদনান উদ্দিন বলেন, ‘পপির সঙ্গে বিয়ের খবরে আমাকে রীতিমতো ভাইরাল করে দেওয়া হয়েছে। পুরো বিষয়টা বেশ উপভোগ করেছে আমার স্ত্রী।’ তবে বছরখানেক পার হতেই সেই কামালের পাশেই দেখা মিলল চিত্রনায়িকা পপির।

গত সোমবার (৩ জানুয়ারি) খুলনার সোনাডাঙ্গা মডেল থানায় পপির বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তার ছোট বোন ফিরোজা পারভীন। সেই জিডির সূত্র ধরেই মিলেছে পপির স্বামী-সন্তানের খোঁজ।

Link copied!