ভারতের আইকনিক শিল্পপতি ও দেশটির সবচেয়ে বড় শিল্পগোষ্ঠী টাটা সন্সের ইমেরিটাস চেয়ারম্যান রতন টাটা মারা গেছেন। বুধবার (৯ অক্টোবর) রাতে ৮৬ বছর বয়সে শেষনিশ্বাস ত্যাগ করেছেন। এই শিল্পপতির মৃত্যুতে নিঃসন্দেহে ভারতে গভীর শূন্যতা তৈরি হয়েছে। দেশটির শোবিজ অঙ্গনসহ সর্বমহলে বইছে শোকের ঢেউ। সালমান খান, আনুশকা, প্রিয়াঙ্কা চোপড়াদের কাছ থেকে এসেছে শোকবার্তা।
অনেক তারকারাই কিংবদন্তি ব্যক্তিত্বের প্রতি আন্তরিক শ্রদ্ধা নিবেদন করেছেন, তার নেতৃত্ব দেওয়ার গুণ, মূল্যবোধ এবং দেশের প্রতি বিশেষ অবদানের কথা স্মরণ করেছেন।
অভিনেত্রী আনুশকা শর্মা তার ইনস্টাগ্রামে লিখেছেন, ‘শ্রী রতন টাটার খবরে গভীরভাবে শোকাহত। তিনি যা করেছেন, তার মাধ্যমে তিনি সততা, বিনয় এবং মর্যাদার মূল্যবোধকে সবার আগে রেখেছেন। তিনি সত্যিকার অর্থেই ভারতের আইকন এবং তাজ ছিলেন। আপনার আত্মার শান্তি কামনা করি স্যার, আপনি অনেকের জীবন বদলেছেন।’
প্রিয়াঙ্কা চোপড়া লিখেছেন, ‘আপনার দয়ালু স্বভাবের মাধ্যমে আপনি লাখো মানুষের জীবনে গভীর প্রভাব রেখে গেছেন। আপনার নেতৃত্ব এবং উদারতা পরবর্তী প্রজন্মকে অনুপ্রাণিত করবে। আপনি আমাদের দেশের জন্য যা কিছু করেছেন, তাতে আপনার আবেগ ও উৎসর্গ ছিল স্পষ্ট। অনেক ধন্যবাদ স্যার। আপনি আমাদের সকলের অনুপ্রেরণা, খুব মিস করব স্যার।’
বলিউড ভাইজান সালমান খান একটি ছবি শেয়ার করে লিখেছেন, ‘জনাব রতন টাটার মৃত্যুতে গভীরভাবে শোকাহত।’
অভিনেতা সঞ্জয় দত্ত লিখেছেন, ‘ভারত আজ একজন সত্যিকারের স্বপ্নদর্শীকে হারিয়েছে। তিনি ছিলেন সততা এবং সহানুভূতির ভাণ্ডার। অসংখ্য জীবনকে প্রভাবিত করেছিলেন, তার আত্মা শান্তি পাক।’
শোক প্রকাশ করে অজয় দেবগন লেখেন, ‘একজন স্বপ্নদর্শীকে হারিয়ে পুরো বিশ্ব শোকাহত। রতন টাটার উত্তরাধিকার চিরকাল প্রজন্মকে অনুপ্রাণিত করবে। ভারত এবং দেশের বাইরেও তার অবদান অপরিসীম। আমরা গভীরভাবে কৃতজ্ঞ। শান্তিতে থাকুন, স্যার।’
অভিনেতা বরুণ ধাওয়ান তার ইনস্টাগ্রামে রতন টাটার একটি থ্রোব্যাক ছবি শেয়ার করেছেন। লিখেছেন, ‘আপনার আত্মার শান্তি কামনা করি রতন টাটা স্যার।’
                
              
																                  
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    




























